ছবি সরানোর বিষয় কোন নির্দেশনাই দেয়া হয়নি দপ্তর থেকে

ছবি সরানোর বিষয় কোন নির্দেশনাই দেয়া হয়নি দপ্তর থেকে

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:১৭, ১৮ আগস্ট ২০২৫

সম্প্রতি সামাজিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি ব্যবহারের বিষয়টি। বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেটে রাষ্ট্রপতির ছবি সরানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। তবে মন্ত্রণালয় বিষয়টি নিয়ে বিস্তারিত লিখিত কোনো নির্দেশনা প্রকাশ করেনি।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার রোববার (১৭ আগস্ট) রাতে জানান, সরকারি দপ্তর ও মিশনগুলোতে রাষ্ট্রপতি বা সরকারের ছবির ব্যবহার শুরু থেকেই অন্তর্বর্তী সরকার নিরুৎসাহিত করেছে। এটি মূলত ‘জিরো পোট্রেট’ নীতি হিসেবে অ্যালিখিতভাবে বজায় রাখা হয়েছে। তিনি আরও বলেন, কিছু দপ্তর ও কর্মকর্তারা নিজ দায়িত্বে ছবি ব্যবহার করেছেন, তবে তাদেরকে সরানোর জন্য কোনো লিখিত নির্দেশনা দেওয়া হয়নি।

তিনি উল্লেখ করেন, বিষয়টি সম্প্রতি অতিরিক্ত রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণার পর রাজনীতিতে চাপ কমতে থাকায় ছোটখাটো বিষয়কেও রাজনৈতিক গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি দপ্তরগুলোতে পোট্রেট ব্যবহার নিয়ে যে বিতর্ক দেখা দিয়েছে, তা রাজনৈতিক প্রেক্ষাপটে প্রশাসনিক নির্দেশনার সূক্ষ্মতার প্রতিফলন।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “ছোটখাটো বিষয়কেও অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কারণে রাজনৈতিক উত্তেজনা তৈরি হচ্ছে। নির্বাচনের প্রেক্ষাপটে এ ধরনের পরিস্থিতি তৈরি হওয়ায় জনসাধারণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে।”

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনিক নির্দেশনা এবং রাজনৈতিক বিবেচনার মধ্যে সুক্ষ্ম ভারসাম্য বজায় রাখা জরুরি। রাষ্ট্রপতির ছবি ব্যবহারের নীতিমালা নিয়ে রাজনৈতিক বিতর্ক সামলানো প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement