রাজবাড়ী সরকারি কলেজে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ৬৫ বছরের পুরনো লাল ভবন

রাজবাড়ী সরকারি কলেজে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ৬৫ বছরের পুরনো লাল ভবন

সোহাগ মিয়া, রাজবাড়ী

Published : ১৮:৫৮, ১৭ আগস্ট ২০২৫

ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক জেলা রাজবাড়ী। পদ্মা কন্যা খ্যাত জেলার নাম রাজবাড়ী। রাজবাড়ী নামকরণ করা হয় রাজা সূর্য কুমার এর নাম অনুসরণ করে। ১৯৮৪ সালের ১লা মার্চ তৎকালীন ফরিদপুর জেলার গোয়ালন্দ মহকুমা ফরিদপুর থেকে পৃথক হয়ে রাজবাড়ী জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। 

রাজবাড়ী জেলায় অনেক পুরনো ঐতিহ্য স্থাপনা রয়েছে। তার মধ্যে অন্যতম রাজবাড়ী সরকারি কলেজের পুরনো লাল ভবন। এ ভবন দেখতে এ জেলার মানুষসহ আশপাশের জেলার মানুষ এসে ভিড় করে। পুরনো এ ভবনের সামনে দাঁড়িয়ে অনেকে ছবি তোলেন। 

রাজবাড়ী সরকারি কলেজ জেলার সদর উপজেলার কলেজ পাড়ায় অবস্থিত। ১৯৬১ সালের ২৩শে জুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে কলেজটির যাত্রা শুরু হয়। প্রায় ১৪ একর জমির উপর প্রতিষ্ঠিত হয় এ কলেজটি। ১৯৮০ সালে এটি সরকারি করা হয়।

রাজবাড়ি সরকারি কলেজের শত শত ছাত্রছাত্রীর প্রাণের স্পন্দন এই লাল ভবনটি। অনেকেই এই ভবনের পাশে দাঁড়িয়ে ভবনের ভিতরে বসে বই পড়ে সময় কাটান। 

বর্তমান কলেজ প্রশাসন এ লাল দোতলা ভবনটি সংস্কার করে আধুনিকায়ন করেছেন। ছাত্র-ছাত্রীদের জন্য বসবার সুব্যবস্থা করেছেন। তাছাড়া এই ভবনে পড়ালেখার কার্যক্রম না থাকলেও রয়েছে বিএনসিসির অফিস অর্থাৎ সেনাবাহিনীর দ্বারা ছাত্রছাত্রীদের  ট্রেনিং সেন্টার । সেই সাথে রয়েছে মুমূর্ষ রোগীদের জন্য রক্তের প্রয়োজনে স্বেচ্ছায় রক্ত ডোনেট সংস্থা বাঁধন। 

সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেধাবী ছাত্র টোকন জানান, আমাদের প্রাণের বিদ্যাপীঠ সরকারি কলেজ। এখান থেকে যেমন রাজনৈতিক ব্যক্তিত্বের জন্ম হয় তেমনি প্রশাসনিক বড় বড় কর্মকর্তার ও জন্ম হয়। আমাদের এই প্রাণের বিদ্যাপীঠ এ দোতালা এ লাল ভবনটি আমাদের কাছে সবথেকে বেশি আকর্ষণীয়।

A

শেয়ার করুনঃ
Advertisement