২৬ ঘণ্টার আলটিমেটাম: তৌহিদ আফ্রিদির গ্রেপ্তার দাবি, বাড়ছে উত্তেজনা

২৬ ঘণ্টার আলটিমেটাম: তৌহিদ আফ্রিদির গ্রেপ্তার দাবি, বাড়ছে উত্তেজনা

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৫৮, ১৮ আগস্ট ২০২৫

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ‘জুলাই রেভল্যুশনানি অ্যালায়েন্স’ (জেআরএ) সরকারকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করতে ২৬ ঘন্টার আলটিমেটাম দিয়েছে। এই সময়সীমা অতিবাহিত হলে জেআরএ সরাসরি ব্যবস্থা নেয়ার হুমকিও উচ্চারণ করেছে।

জেআরএ দাবি করেছে that আফ্রিদি শুধুমাত্র বর্তমান সরকারের সময়কালের নয়, বরং ১৫ আগস্টের আওয়ামী লীগ প্রচারণায় অর্থ সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। সংগঠনটি আরও জানিয়েছে, তিনি এখনও দেশের সীমানার ভিতরেই, তাই কোনো নাটক ছাড়াই সরাসরি তাকে গ্রেপ্তার করতে হবে।

একইসঙ্গে, এই গ্রেপ্তারের দাবির প্রেক্ষিতে মুহূর্তেই সরকারের বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় তার বাবা, নাসির উদ্দিন সাথী—যিনি স্থানীয় প্রভাবশালী একজন ব্যক্তিত্ব—ওর বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন। মামলাটি গত বছরের সেপ্টেম্বর মাসে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হয়েছিল।

এ পর্যন্ত তৌহিদ আফ্রিদির অবস্থান অজ্ঞাত রয়েছে। তার গোপনীয় বা সরকারি তথ্য অনুযায়ী তাকে শনাক্ত করলেও, এখনও পর্যন্ত অনিচ্ছিত হাতে ধরিয়ে দেওয়া হয়নি।

  

এর আগে তৌহিদ আফ্রিদির পরিবারের সঙ্গেও নানা বিতর্ক জড়িয়ে আছে। তার বাবা, নাসির উদ্দিন সাথী, গত বছরের সেপ্টেম্বরে দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার হন। যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া মামলাটিতে তার নাম আসার পর থেকেই আফ্রিদি আলোচনায় চলে আসেন। যদিও তার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি, তবে তাকে ঘিরে নানা জল্পনা চলছেই।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement