সাঈদীর রায় উদযাপন ও মিষ্টি বিতরণের ঘটনায় পিরোজপুরে আ.লীগ নেতার ওপর হামলা

Published : ১৯:০৭, ১৭ আগস্ট ২০২৫
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় উদযাপনকে কেন্দ্র করে সামাজিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. এহসান হিরণকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে হস্তান্তর করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্যমতে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করে। ওই সময়ে হিরণ প্রকাশ্যে আনন্দ মিছিল বের করে মিষ্টি বিতরণ করেছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ সময় আত্মগোপনে থাকা হিরণ শনিবার রাতে ঘোষেরহাট বাজারে উপস্থিত হলে স্থানীয়রা তাকে প্রথমে মিষ্টি খাওয়ান, পরে ক্ষিপ্ত হয়ে গণপিটুনি দেন।
ইন্দুরকানী উপজেলা জামায়াতের আমির মো. আলী হোসেন জানান, স্থানীয়রা হিরণের আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তাকে পুলিশে হস্তান্তর করেছেন। তিনি বলেন, "সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর প্রকাশ্যে আনন্দ উদযাপন ও মিষ্টি বিতরণ করা উচিত হয়নি। আমরা তার যথাযথ বিচার দাবি করছি।"
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারুফ হোসেন বলেন, "ঘোষেরহাট বাজারে স্থানীয়রা হিরণকে আটক করে গণপিটুনি দেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
BD/AN
বিষয়ঃ
- সর্বশেষ খবর
- সর্বশেষ আপডেট
- সংবাদ আপডেট
- সংবাদ
- শিরোনাম সংবাদ
- আজকের শীর্ষ খবর
- আজকের প্রধান সংবাদ
- আজকের পত্রিকা
- আজকের খবর
- viral news
- update news today
- update news bangla
- trending news
- today news bangla
- today news
- the business daily
- songbad
- online news portal
- News Update
- latest news bangla
- latest news
- business daily
- bangladesh trending
- bangla breaking news
- ajker songbad
- ajker potrika
- ajker khobor