দেশের চিকিৎসকদের স্বাস্থ্যসেবা প্রদানে তিনি সন্তুষ্ট

দেশের চিকিৎসকদের স্বাস্থ্যসেবা প্রদানে তিনি সন্তুষ্ট

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৩৩, ১৮ আগস্ট ২০২৫

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দেশের চিকিৎসকদের স্বাস্থ্যসেবা প্রদানে তিনি সন্তুষ্ট। তবে সাধারণ মানুষের অভিযোগ রয়েছে, চিকিৎসা সেবা গ্রহণের ক্ষেত্রে প্রত্যাশিত মান নিশ্চিত হচ্ছে না।

শনিবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “চিকিৎসকরা আন্তরিকভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। এ কারণে আমি সামগ্রিকভাবে তাদের কাজ নিয়ে পরিতৃপ্ত। তবে এটিও সত্য যে, সাধারণ মানুষের অভিযোগের জায়গা এখনো রয়েছে। সেই অভিযোগগুলো বিবেচনায় নিয়ে সেবা খাতকে আরও উন্নত করতে হবে।”

রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। চিকিৎসা খাতে আধুনিক প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত জনবল বাড়ানো হচ্ছে।

তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, “রোগীর প্রতি সহমর্মিতা এবং সেবার মান বাড়ানো জরুরি। একটি সঠিক ব্যবহারই কখনো কখনো চিকিৎসার বড় অংশ হয়ে দাঁড়ায়। রোগীরা চিকিৎসকদের কাছ থেকে শুধু চিকিৎসা নয়, আশ্বাসও প্রত্যাশা করেন।”

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, রাষ্ট্রপতির এ বক্তব্য চিকিৎসা খাতে বিদ্যমান দ্বৈত চিত্রকে সামনে এনেছে। একদিকে আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসকের কারণে স্বাস্থ্যসেবা এগোচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের অভিযোগের জায়গা রয়ে গেছে—যা সমাধানের জন্য সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement