লঞ্চঘাট-বাসস্ট্যান্ড দখল বিনপির, বিশ্ববিদ্যালয়-আদালতে জামায়াতের

Published : ২২:৪০, ১৭ আগস্ট ২০২৫
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী সম্প্রতি এক বক্তব্যে বলেন, দেশের কিছু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও বিভিন্ন উচ্চ আদালতের বিচারক জামায়াতের প্রভাবাধীন। তিনি বলেন, অন্যদিকে বিএনপি দখল করছে লঞ্চঘাট, বাসস্ট্যান্ড এবং ফেরিঘাট। আলতাফ হোসেন স্পষ্ট করে উল্লেখ করেন, তার মন্তব্যে জামায়াতের বিরুদ্ধে কোনো সমালোচনা নয়, তিনি কেবল দুটি বিষয়কে আলাদা করেছেন।
তিনি আরও বলেন, “শুধু নেতা হওয়া যথেষ্ট নয়, নেতার কোয়ালিটি থাকতে হবে। যদি নেতা চাঁদাবাজি, দখলবাজি বা লুটপাটকে নেতৃত্বর অংশ মনে করে, তাহলে সে কখনো কার্যকর নেতৃত্ব দিতে পারবে না।”
গত মঙ্গলবার দুমকি উপজেলায় আয়োজিত এক মতবিনিময় সভায় আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালীর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, পটুয়াখালীতে বর্তমানে আওয়ামী লীগের উপস্থিতি নেই এবং চাঁদাবাজি মূলত বিএনপির মধ্যে সীমিত নয়। তিনি দাবি করেন, ২০২৪ সালের আগস্টের পর যারা চাঁদাবাজি, দখলবাজি ও লুটপাট করেছে, তাদের তথ্য গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে। তিনি সতর্ক করেন, সময়মতো তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং পালানোর কোনো সুযোগ দেওয়া হবে না।
এ ব্যাপারে স্থানীয় বিএনপির বিভিন্ন নেতার প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বলেন, লঞ্চঘাট ও বাসটার্মিনাল ইজারার মাধ্যমে পরিচালিত হচ্ছে। তিনি মন্তব্য করেন, আলতাফ হোসেন একাধিকবার দলের বিরুদ্ধে আত্মঘাতী মন্তব্য করেছেন, যা এখনো চলমান।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার বলেন, “এ ধরনের বক্তব্য নেতার উদ্দেশ্য অনুযায়ী দেওয়া নাকি অনিচ্ছাকৃত, তা আমি নিশ্চিত নই। তবে এই ধরনের মন্তব্য সাধারণ মানুষের কাছে হাস্যরসাত্মক হিসেবে প্রতীয়মান হচ্ছে।”
BD/AN
বিষয়ঃ
- সর্বশেষ খবর
- সর্বশেষ আপডেট
- সংবাদ আপডেট
- সংবাদ
- শিরোনাম সংবাদ
- লাইভ নিউজ
- ব্রেকিং নিউজ
- বাংলা নিউজ
- আজকের শীর্ষ খবর
- আজকের প্রধান সংবাদ
- আজকের পত্রিকা
- আজকের খবর
- viral news
- update news today
- update news bangla
- trending news
- today news bangla
- today news
- the business daily
- songbad
- online news portal
- News Update
- latest news bangla
- latest news
- business daily
- bangla breaking news
- ajker songbad
- ajker potrika
- ajker khobor