পরীমণি ও তার সন্তান হাসপাতালে ভর্তি, শ্বাসকষ্ট ও জ্বরের কারণে চিকিৎসাধীন

পরীমণি ও তার সন্তান হাসপাতালে ভর্তি, শ্বাসকষ্ট ও জ্বরের কারণে চিকিৎসাধীন

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৫৮, ১৭ আগস্ট ২০২৫

চিত্রনায়িকা পরীমণি ও তার ছেলে হাসপাতালে ভর্তি হয়েছেন শারীরিক অসুস্থতার কারণে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, পরীমণি শ্বাসকষ্ট এবং উচ্চ জ্বরের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা পরীমণিকে নেবুলাইজ এবং প্রয়োজনীয় ওষুধের মাধ্যমে চিকিৎসা দিতে বলেছেন। তার ছেলে পূণ্যও জ্বরে ভুগছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরীমণির ঘনিষ্ঠজন জানিয়েছেন, বর্তমানে পরীমণির শ্বাসকষ্টের সমস্যা কিছুটা কমেছে, তবে তার জ্বর এখনও আছে। শরীরে ব্যথা রয়েছে এবং আরও কিছুদিন তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

চলমান চিকিৎসার পাশাপাশি, পরীমণি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রয়েছেন। সম্প্রতি তিনি একটি ইঙ্গিতপূর্ণ পোস্টে একটি প্রাইভেট হাসপাতালের ঘটনা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, “এই শহরের একটি প্রাইভেট হাসপাতালের আত্মকাহিনি! কতো শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক।” এই পোস্ট তার ভক্তদের মধ্যে কৌতূহল ও উদ্বেগ তৈরি করেছে।

প্রসঙ্গত, কিছুদিন আগে দেশে ঘটে যাওয়া একটি বিমান দুর্ঘটনার মর্মান্তিক দৃশ্য দেখার পর প্যানিক অ্যাটাকের কারণে পরীমণিকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার পর আবারও অসুস্থ হয়ে পড়ায় ভক্তরা উদ্বিগ্ন।

পরীমণির পরবর্তী সিনেমা ‘গোলাপ’-এর শুটিং শিগগিরই শুরু হওয়ার কথা। এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করবেন নিরব। রাজনৈতিক-থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করছেন সামছুল হুদা।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement