ইরান-ইসরায়েলের উত্তেজনা বৃদ্ধি, যেকোনো মুহূর্তে সংঘাতের আশঙ্কা

ইরান-ইসরায়েলের উত্তেজনা বৃদ্ধি, যেকোনো মুহূর্তে সংঘাতের আশঙ্কা

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৪৫, ১৯ আগস্ট ২০২৫

ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা যে কোনো মুহূর্তে সংঘাত শুরু হওয়ার জোরালো আশঙ্কা প্রকাশ করেছেন।

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ সোমবার (১৮ আগস্ট) হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলের সঙ্গে কোনো স্থায়ী যুদ্ধবিরতি নেই এবং বর্তমান পরিস্থিতি কেবল সাময়িক বিরতি। তিনি জোর দিয়ে বলেন, যে কোনো ধরনের ইসরায়েলি হামলা মোকাবিলায় ইরানকে সবসময় প্রস্তুত থাকতে হবে।

এই উত্তেজনার পেছনে রয়েছে জুনে দুই দেশের মধ্যে ঘটে যাওয়া ১২ দিনের তীব্র সংঘাত। ওই সংঘাতে ইরানের পরমাণু কেন্দ্র, সামরিক ও বেসামরিক স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং একজন পরমাণু বিজ্ঞানীসহ সহস্রাধিক মানুষ প্রাণ হারান। পরে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও, বর্তমান পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।

সংঘাতবিরতির পর থেকেই তেহরানকে কেন্দ্র করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করছে। তারা হুঁশিয়ারি দিয়েছে, ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম পুনরায় চালু করে, তবে তাদের স্থাপনায় পুনরায় হামলা চালানো হবে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement