আলাস্কা বৈঠক ও ইউক্রেন সংকট: পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন মোদি

আলাস্কা বৈঠক ও ইউক্রেন সংকট: পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন মোদি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৩৫, ১৮ আগস্ট ২০২৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত বৈঠকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। সেই বৈঠকের পর পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে বৈঠকের বিষয়গুলো বিস্তারিতভাবে জানিয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) মোদি তার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। মোদি লিখেছেন, "আমার বন্ধু পুতিনকে ধন্যবাদ ফোনে কথা বলার জন্য এবং আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার সাম্প্রতিক সাক্ষাৎকারের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য।"

এদিকে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, মোদি ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে চলমান সংঘাত সংক্রান্ত ভারতের অবস্থান তুলে ধরেছেন। তিনি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে বলেছেন, ভারত এই প্রক্রিয়ায় তার পূর্ণ সমর্থন দেবে।

এছাড়াও, প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে যে মোদি ও পুতিন দ্বিপাক্ষিক সহযোগিতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করেছেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement