ডাকসু নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিনে প্যানেল চূড়ান্ত করতে পারল না ছাত্রদল

Published : ১৮:৩১, ১৮ আগস্ট ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিনেও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি থেকে স্বতন্ত্রভাবে কেবল ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে মনোনয়ন নিয়েছেন তিন নেতা।
ভিপি পদে ফরম তুলেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, ঢাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বি এম কাউসার এবং আবিদুল ইসলাম খান। এ ছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন নিয়েছেন কবি জসীমউদ্দিন হল শাখার আহ্বায়ক তানভীর বারী হামীম। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ফরম তুলেছেন বিজয় একাত্তর হল শাখার আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ।
অন্যদিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এরই মধ্যে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। শিবির ঘোষিত প্যানেলে সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং ঢাবি শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ, আর সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।
এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমা। প্যানেলের অন্যান্য পদে রয়েছেন—সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নুরুল ইসলাম সাব্বির, ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ এবং সমাজসেবা সম্পাদক পদে শরিফুল ইসলাম মুয়াজ।
গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে আছেন সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে রয়েছেন সাখাওয়াত জাকারিয়া।
ঘোষিত প্যানেলে আরও ১৩ জন নির্বাহী সদস্য রাখা হয়েছে। এ তালিকায় রয়েছেন সর্বমিত্র চাকমা, ইমরান হোসাইন, বেলাল হোসেন অপু, জয়েন উদ্দিন সরকার তন্ময়, মিফতাহুল হোসাইন আল মারুফসহ আরও কয়েকজন। এছাড়া আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম মুজাহিদ, বিশেষ চাহিদাসম্পন্ন রাইসুল ইসলাম, ছাত্রী সংস্থা থেকে সাবিকুন নাহার তামান্না ও আফসানা আক্তার, শাহিউর রহমান, আব্দুল্লাহ আল মাহমুদ, রায়হান উদ্দিন এবং স্টুডেন্টস এগেইনস্ট টর্চার প্ল্যাটফর্মের আনাস বিন মনিরও নির্বাহী সদস্য প্রার্থী হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১১ আগস্ট। মনোনয়নপত্র বাছাই করা হবে ২০ আগস্ট এবং পরের দিন প্রকাশ করা হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট এবং চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট।
BD/AN
বিষয়ঃ
- সর্বশেষ খবর
- সর্বশেষ আপডেট
- সংবাদ আপডেট
- সংবাদ
- শিরোনাম সংবাদ
- আজকের শীর্ষ খবর
- আজকের প্রধান সংবাদ
- আজকের পত্রিকা
- আজকের খবর
- viral news
- update news today
- update news bangla
- trending news
- today news bangla
- today news
- the business daily
- songbad
- online news portal
- News Update
- latest news bangla
- latest news
- business daily
- bangla breaking news
- ajker songbad
- ajker potrika
- ajker khobor