পুতিনের ব্যক্তিগত বর্জ্য নিরাপদে রাশিয়ায় ফেরাল দেহরক্ষীরা

Published : ১৭:৪৫, ১৮ আগস্ট ২০২৫
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেহরক্ষীরা প্রায়ই বিভিন্ন কারণে সংবাদমাধ্যমে আলোচনায় আসেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আলাস্কা শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্টের সঙ্গে থাকা তথাকথিত ‘বর্জ্যের স্যুটকেস’ বহন করায় তারা নতুন করে শিরোনামে এসেছেন।
খবরে জানা গেছে, পুতিনের দেহরক্ষীরা বিদেশ সফরের সময় তার মল সংগ্রহ করে বিশেষ প্রক্রিয়ায় রাশিয়ায় ফিরিয়ে নেন। এর আগেও একাধিকবার এ ধরনের খবর প্রকাশিত হয়েছে। ২০২২ সালে ফরাসি ম্যাগাজিন প্যারিস ম্যাচ সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়। মূলত প্রেসিডেন্টের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য গোপন রাখার জন্যই এই অস্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।
মার্কিন গণমাধ্যম জানিয়েছে, আলাস্কা বৈঠকে পুতিনকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা এবং তার দেহরক্ষীরা তার বর্জ্য সংগ্রহের বিশেষ দায়িত্ব পালন করেন। ফেডারেল প্রোটেকশন সার্ভিসের সদস্যরা ওই বর্জ্য নির্দিষ্ট ব্যাগে ভরে ব্রিফকেসে বহন করেন। বহু বছর ধরেই এই প্রক্রিয়া চালু রয়েছে। ২০১৭ সালে ফ্রান্স সফর কিংবা ভিয়েনায় সফরের সময়ও একই ধারা অনুসরণ করা হয়েছিল। এমনকি তখন পুতিন একটি পোর্টেবল টয়লেটও ব্যবহার করেছিলেন বলে জানা যায়।
রাজনৈতিক মহলের মতে, ১৯৯৯ সালে ক্ষমতায় আসার পর থেকেই পুতিন এ ব্যবস্থা অনুসরণ করছেন। সাবেক মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা কর্মকর্তা রেবেকা কফলার জানিয়েছেন, পুতিন আশঙ্কা করেন বিদেশি গোয়েন্দারা তার বর্জ্য পরীক্ষা করে তার স্বাস্থ্য সম্পর্কিত গোপন তথ্য উদঘাটনের চেষ্টা করতে পারে।
BD/AN