ডিবি প্রধান হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তার বরখাস্ত

Published : ১৬:২১, ১৮ আগস্ট ২০২৫
সরকার ১৮ জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে যাদের মধ্যে রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক গোয়েন্দা শাখা (ডিবি) প্রধান মো. হারুন-উর-রাশিদ। এই নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগের জননিরাপত্তা শাখা থেকে জারি করা হয়, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঢুকতি অনুযায়ী প্রেসিডেন্টের আদেশে সিনিয়র সেক্রেটারি নাসিমুল গনি স্বাক্ষরিত করেছেন।
বরখাস্তকৃত কর্মকর্তারা ‘অনৈতিকভাবে অনুপস্থিত’ থাকার অভিযোগে নিয়ম মোতাবেক দফায় দফায় তাদের ব্যক্তিগত কাজে থাকা কিংবা অধিকারপ্রাপ্ত অনুমতি ছাড়া দায়িত্বে উপস্থিত না হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁদের সরকারের কর্মচারী আচরণ বিধিমালার ২০১৮ সালের বিধি ৩(চ) অনুযায়ী ‘অদৃশ্যতা বা পালিয়ে যাওয়ার’ অভিযোগে নোটিশ দেওয়া হয়েছে এবং বিধি ১২(১) অনুযায়ী পদচ্যুত করা হয়েছে।
বরখাস্ত তালিকায় রয়েছেন তিনজন ডেপুটি ইনস্পেক্টর জেনারেল (DIG), ছয়জন অতিরিক্ত DIG, চারজন পুলিশ সুপার (SP), চারজন অতিরিক্ত SP এবং একজন সহকারী SP। তাদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো—হারুন-উর-রাশিদ ছাড়াও, সানজিত কুমার রায়, রিফাত রহমান শামিম, কাজী আশরাফুল আজিম, হাসন আরাফাত, সৈয়দ নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, মো. জায়েদুল আলম, মো. ফরিদ উদ্দিন, শ্যামল কুমার মুখার্জী, আয়েশা সিদ্ধিকা, রাজনকুমার দাস, মির্জা সালাউদ্দিন, মো. হাবিবুল্লাহ দালাল, রাশেদুল ইসলাম, মো. মনিরুজ্জামান, মো. আবু মারুফ হোসেইন এবং মো. আশরাফুলুজ্জামান।
BD/AN
বিষয়ঃ
- সর্বশেষ খবর
- সর্বশেষ আপডেট
- সংবাদ আপডেট
- সংবাদ
- শিরোনাম সংবাদ
- আজকের শীর্ষ খবর
- আজকের প্রধান সংবাদ
- আজকের পত্রিকা
- আজকের খবর
- viral news
- update news today
- update news bangla
- trending news
- today news bangla
- today news
- the business daily
- online news portal
- News Update
- latest news bangla
- latest news
- business daily
- bangladesh trending
- bangla breaking news