শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও: নানককে বললেন জাতীয় পার্টি ‘জিন্দা লাশ

Published : ২২:১০, ১৮ আগস্ট ২০২৫
ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই একের পর এক ফাঁস হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালাপ। এবার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে তার কথোপকথনের একটি অডিও প্রকাশ্যে এসেছে। এতে হাসিনা জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ আখ্যা দিয়ে বলেন, এই দলটির আর তার কোনো প্রয়োজন নেই।
সোমবার (১৮ আগস্ট) প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ অডিওটি প্রকাশ করেন। এর আগের দিন রোববার জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার আরেকটি ফোনালাপ ফাঁস হয়েছিল।
নানকের সঙ্গে ফাঁস হওয়া ৫ মিনিট ২৬ সেকেন্ডের কথোপকথনটি গত বছরের জুলাইয়ের, যখন দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলন চলছিল। ফোনালাপে শেখ হাসিনাকে নানককে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, "তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা।" জবাবে নানক বলেন, "জি বলব।"
এরপর শেখ হাসিনা প্রশ্ন করেন মোহাম্মদপুরের বিহারী পট্টির ভূমিকা নিয়ে। নানক জানান, এলাকার সবাই ভালো অবস্থানে আছে, তবে সেন্টু কমিশনার নামে একজন জাতীয় পার্টি–সংশ্লিষ্ট ব্যক্তি কিছু যুবককে প্রভাবিত করছে। যদিও বেশিরভাগই আওয়ামী লীগের পক্ষে রয়েছে। তিনি আরও জানান, মোহাম্মদপুর শান্ত থাকলেও পল্লবীতে সমস্যা রয়েছে।
কথোপকথনে নানক মন্তব্য করেন, "সেন্টুকে ধরলে জাতীয় পার্টি চ্যাতবে।" এ সময় শেখ হাসিনা তাকে ধমক দিয়ে বলেন, "চুপ করো, জাতীয় পার্টি চ্যাতলে আমাদের কী আসে যায়? ওই পার্টির আর দরকার নেই, জিন্দা লাশ। এবার আমি একটারেও ছাড়ব না।"
এ কথার পর নানক সম্মতি জানিয়ে বলেন, "একেবারে ছাইকা ফেলতে হবে, আপা।"
BD/AN