গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় প্রস্তাবে হামাসের সম্মতি

গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় প্রস্তাবে হামাসের সম্মতি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪৮, ১৯ আগস্ট ২০২৫

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস আঞ্চলিক মধ্যস্থতাকারীদের প্রস্তাবিত সর্বশেষ গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় পরিকল্পনায় সম্মতি জানিয়েছে। সংগঠনটির একটি সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য প্রকাশ করেছে।

মিসর ও কাতারের যৌথ প্রস্তাবটি মূলত মার্কিন দূত স্টিভ উইটকফ গত জুন মাসে উপস্থাপিত কাঠামোর ওপর ভিত্তি করে প্রণয়ন করা হয়েছে।

চুক্তি অনুযায়ী, প্রাথমিক ৬০ দিনের যুদ্ধবিরতির সময় হামাস প্রায় ৫০ জন অবশিষ্ট ইসরায়েলি বন্দির অর্ধেককে—যাদের মধ্যে আনুমানিক ২০ জন জীবিত বলে মনে করা হচ্ছে—দুই ধাপে মুক্তি দেবে। একই সময় স্থায়ী যুদ্ধবিরতি নিয়েও আলোচনা চলবে।

তবে ইসরায়েল এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় গত সপ্তাহে জানিয়েছিল, তারা কেবল তখনই চুক্তি মেনে নেবে যদি ‘সব বন্দিকে একসঙ্গে মুক্তি দেওয়া হয়’।

হামাসের সম্মতির খবর প্রকাশের পর নেতানিয়াহু এক ভিডিও বার্তায় সরাসরি মন্তব্য না করে বলেন—‘এ থেকে বোঝা যাচ্ছে হামাস প্রবল চাপের মুখে রয়েছে।’

ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির জানিয়েছেন, ২২ মাসের দীর্ঘ যুদ্ধে তারা এখন এক ‘গুরুত্বপূর্ণ পর্যায়ে’ দাঁড়িয়ে আছে এবং গাজা সিটিতে হামাসের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করার পরিকল্পনা রয়েছে।

গাজা সিটির প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি ট্যাংক হঠাৎ দক্ষিণাঞ্চলের সাবরা এলাকায় প্রবেশ করে এবং বিমান ও কামান হামলার সহায়তায় জাতিসংঘ পরিচালিত একটি ক্লিনিক ও কয়েকটি স্কুল ঘিরে ফেলে, যেখানে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল।

এই সপ্তাহেই ইসরায়েলি মন্ত্রিসভা সেনাবাহিনীর গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করবে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে তীব্র হামলায় হাজারো মানুষ শহর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

এর আগে গত মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি বিষয়ে পরোক্ষ আলোচনা ভেঙে যাওয়ার পর নেতানিয়াহু ঘোষণা দিয়েছিলেন, ইসরায়েল সামরিক অভিযান আরও বিস্তৃত করবে এবং পুরো গাজা দখল করবে—যেখানে ২১ লাখ ফিলিস্তিনি বসবাস করছে।

উল্লেখ্য, প্রায় দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধে এখন পর্যন্ত গাজায় ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement