হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক

হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:১৯, ১৯ আগস্ট ২০২৫

খবর সিবিএস নিউজের তথ্য অনুযায়ী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় সোমবার সংবাদ সম্মেলনে জেলেনস্কি এ বৈঠককে “এযাবৎকালের সবচেয়ে সফল আলোচনা” বলে মন্তব্য করেছেন। 

জেলেনস্কি জানান, বৈঠকে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তায় যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করবে বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

আলোচনায় ইউক্রেনের নিরাপত্তার পাশাপাশি রাশিয়ায় আটক ইউক্রেনীয় শিশু ও যুদ্ধবন্দিদের ফেরত আনার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

সংবাদ সম্মেলনে জেলেনস্কি আরও জানান, ট্রাম্প যত দ্রুত সম্ভব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের প্রস্তাব দিয়েছেন। প্রথমে দ্বিপক্ষীয় বৈঠক এবং পরবর্তীতে ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা রয়েছে।

জেলেনস্কি বলেন, তিনি পুতিনের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত এবং এ সিদ্ধান্তকে সোমবারের আলোচনার অন্যতম বড় অর্জন হিসেবে দেখছেন। তার মতে, বৈঠকটি কোনো পূর্বশর্ত ছাড়াই হওয়া উচিত। তিনি যুক্তি দিয়ে বলেন, “আমরা যদি প্রাথমিক যুদ্ধবিরতির দাবি তুলি, তাহলে রাশিয়া আরও শত শত দাবি সামনে আনবে।”

পরে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে জেলেনস্কি জানান, আলোচনায় ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা অন্তর্ভুক্ত ছিল। যুক্তরাষ্ট্র এই নিশ্চয়তায় সহায়তা করতে রাজি হয়েছে বলে তিনি ধন্যবাদ জানান।

এর আগে একই দিনে হোয়াইট হাউজে ইউক্রেনের প্রেসিডেন্ট ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠক শেষে ইউরোপীয় নেতারাও সন্তোষ প্রকাশ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠকের আয়োজন করা হচ্ছে। এই দুই নেতার মুখোমুখি বৈঠকের পর তিনি নিজেও ত্রিপক্ষীয় আলোচনায় যোগ দেবেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement