বরিশালের মুলাদীতে নববধূসহ যুবক আটক

Published : ২২:২৮, ২০ আগস্ট ২০২৫
বরিশালের মুলাদীতে নববধূকে নিয়ে পালানোর সময় রবিন সরদার (২০) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার কায়েতমারা এলাকা থেকে রবিন ও নববধূ তানজিলা আক্তারকে আটক করা হয়।
আটক রবিন উপজেলার বাটামারা ইউনিয়নের চরআলিমাবাদ গ্রামের জামাল সরদারের ছেলে। তিনি সিলেটের সুনামগঞ্জে একটি বিরিয়ানির দোকানে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই টিকটকের মাধ্যমে রবিনের সঙ্গে কায়েতমারা গ্রামের কালাম ওরফে কালু হাওলাদারের মেয়ে তানজিলার পরিচয় হয়। তবে এ সম্পর্ক নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। রবিন দাবি করেন, তানজিলা তাকে এলাকায় ডাকেন। কিন্তু তানজিলা বিষয়টি অস্বীকার করেন।
গ্রাম পুলিশ আব্দুল মালেক জানান, গত ২৬ জুলাই তানজিলার বিয়ে হয়। কয়েক দিন আগে তিনি বাবার বাড়ি বেড়াতে আসেন। মঙ্গলবার রাতে স্থানীয়রা তাকে অচেনা এক যুবকের সঙ্গে দেখে আটক করেন।
পরে জানা যায়, আটককৃত যুবক রবিন। তিনি দাবি করেন, তানজিলা বিয়ের কথা গোপন রেখে টিকটকের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলেন। প্রায় ২০ দিন আগে তাদের পরিচয় হয়। কয়েক দিন ধরে তানজিলার মোবাইল বন্ধ থাকায় তিনি অন্য নম্বর থেকে যোগাযোগ করেন। এরপর পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন তারা।
স্থানীয় ইউপি সদস্য রাসেদ ব্যাপারী বলেন, “আটকের পর মেয়েটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে যুবকের অভিভাবককে না পাওয়া যাওয়ায় তাকে গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়েছে।”
BD/AN