ভারতের সাফাই: রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতীয় মাটি ব্যবহার নয়

ভারতের সাফাই: রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতীয় মাটি ব্যবহার নয়

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৫৫, ২০ আগস্ট ২০২৫

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারত তার ভূখণ্ডে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ চালাতে দেয় না।

বুধবার (২০ আগস্ট) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া এক প্রেস বিবৃতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রণধীর জয়সওয়াল বলেন, ভারত সরকারের কাছে আওয়ামী লীগের কথিত সদস্যদের কোনো বাংলাদেশবিরোধী কার্যকলাপ বা আইনবিরোধী কর্মকাণ্ডের তথ্য নেই। ভারত কখনোই অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ তাদের মাটিতে পরিচালিত হতে দেয় না।

তিনি আরও বলেন, ভারত আশা করছে বাংলাদেশে জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট অনুযায়ী দ্রুততম সময়ে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রকাশিত বিবৃতিকে ভিত্তিহীন বলে মন্তব্য করেন।

সম্প্রতি বাংলাদেশ সরকার দিল্লিকে অনুরোধ জানিয়েছিল ভারতের মাটিতে আওয়ামী লীগের ‘রাজনৈতিক কার্যালয়’ বন্ধ করতে। এর প্রতিক্রিয়াতেই এমন বক্তব্য দিল নয়াদিল্লি।

বাংলাদেশ সরকারের সেই বিবৃতিতে বলা হয়েছিল, দিল্লি ও কলকাতায় আওয়ামী লীগের অফিস খোলার খবর তাদের নজরে এসেছে। তারা দাবি করে, এটি বাংলাদেশবিরোধী কার্যকলাপের অংশ এবং অনেক পলাতক আওয়ামী নেতা এখন ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছেন।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার চায় ভারত যেন অবিলম্বে এসব রাজনৈতিক কার্যালয় বন্ধ করে এবং বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের কার্যকলাপ যেন ভারতীয় মাটি থেকে পরিচালিত না হয় তা নিশ্চিত করে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement