সমর্থকদের উচ্ছ্বাসের মাঝে স্মরণীয় বিদায় পেলেন মেসি

Published : ২০:৫০, ৫ সেপ্টেম্বর ২০২৫
আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসি আসন্ন ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবেন না। ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর মেসি জানিয়েছেন, তিনি এখন চোটমুক্ত হলেও সতর্কতার কারণে তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমে মেসি বলেন, “আমি লিও (স্কালোনি)-র সঙ্গে কথা বলেছি। আমরা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছি বা বলা ভালো, তিনি সিদ্ধান্ত নিয়েছেন আমার বিশ্রাম নেওয়া প্রয়োজন। আমি ইনজুরি থেকে ফিরে এসেছি। এখন ভালো আছি বটে, তবে চাই না টানা ভ্রমণ ও ম্যাচ খেলার কারণে আবারও ঝুঁকিতে পড়ি।”
ভেনেজুয়েলার বিপক্ষে মেসি দুর্দান্ত নৈপুণ্য দেখান, করেন দুটি গোল। আরেকটি গোল করেন লাউতারো মার্তিনেজ। স্টেডিও মনুমেন্টালে দর্শকদের উচ্ছ্বাসের মাঝে ম্যাচ শেষ করার অনুভূতি নিয়ে মেসি বলেন, “এভাবে এখানে ম্যাচ শেষ করতে পারা সবসময়ই আমার স্বপ্ন ছিল।”
বর্তমানে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন মেসি। তার গোলসংখ্যা এখন ৩৬।
BD/AN