ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভে ভাঙচুর ও অগ্নিসংযোগ ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:০৩, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে উত্তেজিত জনতা উপজেলা পরিষদ ও থানায় হামলা চালিয়ে ভাঙচুরের পাশাপাশি উপজেলা অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পুলিশকে ধাওয়া করতে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভাঙা মডেল মসজিদে আশ্রয় নেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে আলগী ইউনিয়নের সোয়াদী এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ভাঙ্গা গোলচত্বর এলাকায় পৌঁছায়। এ সময় বিক্ষোভকারীরা সাংবাদিকদের ছবি ও ভিডিও ধারণে বাধা দেয়।

আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়। জনতার ধাওয়ার কারণে পুলিশ সদস্যদের মসজিদে আশ্রয় নিতে দেখা যায়। একই সঙ্গে উপজেলা পরিষদ ও থানায় হামলা চালানো হয়, অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগ করা হয়।

উপজেলার বিভিন্ন স্থান থেকে মানুষ হাঁটা, ভ্যান-নসিমন বা মোটরসাইকেলে বিক্ষোভে যোগ দিচ্ছে। এর ফলে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।

ভাঙ্গা সার্কেল, থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান জানিয়েছেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement