১৮ দিন চিকিৎসা শেষে ছাড়পত্র পেলেন নুরুল হক নুর

Published : ১৭:৫৫, ১৫ সেপ্টেম্বর ২০২৫
১৮ দিনের চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
তিনি বলেন, “আজ বিকেল সাড়ে চারটার দিকে নুরুল হক নুরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে তিনি গণমাধ্যমের সামনে কথা বলতে সক্ষম নন। নুরের অন্য একটি হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি রয়েছে।”
এর আগে, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হন নুরসহ কয়েকজন নেতাকর্মী। এরপর থেকেই তিনি ঢামেকের নিবিড় পর্যবেক্ষণ ইউনিট (আইসিইউ) এবং পরবর্তীতে কেবিনে চিকিৎসাধীন ছিলেন।
BD/AN