রিমাণ্ডে মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী

রিমাণ্ডে মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:০৯, ১৫ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান সোমবার (১৫ সেপ্টেম্বর) এ আদেশ দেন।

এর আগে রমনা জোনের গোয়েন্দা পুলিশের ইনস্পেক্টর আক্তার মোরশেদ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। বেলা সোয়া ৩টায় এনায়েতকে আদালতে তোলা হলে রিমান্ড শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামছুদ্দোহা সুমন যুক্তি দেন, গোয়েন্দা সংস্থা “র” এর এজেন্ট হিসেবে বাংলাদেশে আগত এনায়েত বর্তমান সরকার উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রয়োজন। আসামিপক্ষের আইনজীবী ফারান মোহাম্মদ আরাফ বলেন, সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করা হোক। উভয় পক্ষের শুনানি শেষে ৪৮ ঘণ্টার রিমান্ড মঞ্জুর করা হয়।

এনায়েত করিমকে গত ১২ সেপ্টেম্বর মিন্টু রোড থেকে রমনা মডেল থানার পুলিশ আটক করে। এরপর সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। রিমান্ড আবেদনে বলা হয়, ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মিন্টো রোডের মন্ত্রীপাড়া এলাকায় প্রাডো গাড়িতে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখা যায় তাকে। গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। পুলিশ তার কাছ থেকে দুইটি আইফোন জব্দ করেছে। প্রাথমিক বিশ্লেষণে ফোন থেকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্য পাওয়া গেছে।

এনায়েত করিম বাংলাদেশের বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। ৬ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে কাতার এয়ারওয়েজে ঢাকায় পৌঁছান। জানা যায়, তিনি বিশেষ দেশের গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট। ৬ ও ৭ সেপ্টেম্বর সোনারগাঁও হোটেলে অবস্থান করেন এবং পরবর্তীতে গুলশানে অবস্থান চালান। ইতোমধ্যে তিনি সরকারি উচ্চ ও নীতি নির্ধারক পর্যায়ের কর্মকর্তাদের, রাজনৈতিক দলের প্রভাবশালী নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, এনায়েত করিম জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমেরিকান সরকার হতাশ। আগামী ২১ অক্টোবর সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেবেন। এরপর নতুন জাতীয় সরকার গঠনে কারা অংশ নেবেন এবং সরকার প্রধান কে হবেন, তা প্রভাবশালী দেশ নির্ধারণ করবে। এসময় সরকারের বিভিন্ন কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করে তাকে নিয়ন্ত্রিত গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করা হয়।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement