নিউইয়র্ক রাজনীতিতে ঝড় তুলছেন জোহরান মামদানি

নিউইয়র্ক রাজনীতিতে ঝড় তুলছেন জোহরান মামদানি ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৫২, ১৫ সেপ্টেম্বর ২০২৫

নিউইয়র্ক সিটির আসন্ন মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির নেতা ও নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল সমর্থন জানালেন জোহরান মামদানিকে। আগামী নভেম্বরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক রাজধানী নিউইয়র্কের এই নির্বাচন।

রোববার দ্য নিউইয়র্ক টাইমসকে উদ্ধৃত করে আল জাজিরা জানায়, গভর্নর হোকুল জানিয়েছেন—জোহরানের সঙ্গে খোলামেলা আলোচনার পর তিনি তাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেন। এর আগে গত মে মাসে জোহরান ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পান।

এক বিবৃতিতে গভর্নর হোকুল লেখেন, “আলোচনার সময় বুঝতে পারলাম, তিনি আমার মতোই এমন একটি নিউইয়র্ক গড়তে চান যেখানে শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠবে, আর প্রতিটি পরিবার পাবে সমান সুযোগ-সুবিধা।”

তিনি আরও যোগ করেন, “আমি তাকে মনোযোগ দিয়ে শুনেছি। নিউইয়র্ককে সবার জন্য আরও বাসযোগ্য করে তুলতে তার অঙ্গীকারকে আমি আন্তরিকভাবে সমর্থন করি।”

গভর্নরের সমর্থন পাওয়ায় জোহরান মামদানির পক্ষে দাঁড়ানো প্রভাবশালী নেতাদের তালিকা আরও দীর্ঘ হলো। এর আগে তাকে সমর্থন জানিয়েছিলেন নিউইয়র্কের লেফটেন্যান্ট গভর্নর আন্তোনিও দেলগাদো, অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস, কংগ্রেস সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ, জেরল্ড নালডার, নিদিয়া ভেলেজকুয়েজ, আদ্রিয়ানো এসপাইলাত ও প্যাট রায়ান।

শুধু তাই নয়, ডেমোক্র্যাটিক পার্টির বাইরের নেতাদের মধ্যেও জোহরান সমর্থন পেয়েছেন। তাদের মধ্যে আছেন সিনেটর এলিজাবেথ ওয়ারেন, বার্নি স্যান্ডারস এবং প্রতিনিধি পরিষদের সদস্য প্রমীলা জয়পাল, রো খান্না, জেমি রাসকিন, ক্রিস ভন হোলেন, সাবেক কংগ্রেসম্যান জামাল বোম্যান এবং নিউইয়র্কের সাবেক মেয়র বিল ডি ব্লাসিও।

উগান্ডার কাম্পালায় জন্ম নেওয়া ভারতীয় বংশোদ্ভূত ৩৩ বছর বয়সী জোহরান মামদানি প্রতিশ্রুতি দিয়েছেন—তিনি নির্বাচিত হলে নগরবাসীর জন্য বিনা ভাড়ায় বাস চলাচলের ব্যবস্থা করবেন এবং বাড়ি ভাড়া যেন অযৌক্তিকভাবে না বাড়ে তা নিশ্চিত করবেন।

আসন্ন নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে, যদিও তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ রয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement