ফেসবুকের টু-লেট ফাঁদে কলেজছাত্র লুট, কারাগারে দুই তরুণী

ফেসবুকের টু-লেট ফাঁদে কলেজছাত্র লুট, কারাগারে দুই তরুণী ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪৬, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ময়মনসিংহ নগরীতে ফেসবুকে ‘টু-লেট’ বিজ্ঞাপন দেখে বাসা দেখতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন এক কলেজছাত্র। এ ঘটনায় পুলিশ দুই তরুণীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান ওরফে নাঈম (২৩) অনলাইনে বিজ্ঞাপন দেখে গুলকিবাড়ী এলাকার একটি ফ্ল্যাটে যান। সেখানে চার তরুণী ও চার তরুণ তাকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে বলে অভিযোগ। পরে তার কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ ও নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয় প্রতারকচক্র।

অভিযোগের ভিত্তিতে পুলিশ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দুই তরুণী—সাদিয়া জাহান ওরফে মেঘলা (২১) এবং ফারিয়া আক্তার ওরফে পায়েলকে (১৯)—গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ভুক্তভোগীর ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারের পর সামাজিক মাধ্যমে ওই দুই তরুণীর বিলাসী জীবনযাপনের ছবি ও ভিডিও ভাইরাল হয়। পরিবারিকভাবে তেমন সচ্ছল না হলেও কীভাবে তারা এমন জীবনযাপন করছিলেন, তা নিয়েই এখন তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, এ চক্রের আরও সদস্যকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

তবে ভুক্তভোগী নাজমুল হাসান নিজেও বিতর্কিত। চলতি বছরের জানুয়ারিতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ময়মনসিংহ ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। অভিযোগ ছিল, নকল প্রশ্নপত্রের লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন তিনি।

কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা এসআই মাহবুব আলম ফকির জানান, গ্রেপ্তার হওয়া দুই তরুণী আদালতে ১৬১ ধারায় জবানবন্দি দিয়েছেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে। পাশাপাশি পুলিশ তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে।

তিনি আরও বলেন, বাদী নাজমুল হাসানের প্রশ্নফাঁস চক্রে সম্পৃক্ত থাকার খবর আমরা ফেসবুকে দেখেছি, বিষয়টি খতিয়ে দেখা হবে।

থানার ওসি শিবিরুল ইসলাম জানান, সম্প্রতি নগরীতে আরেকটি প্রতারক চক্র ধরা পড়ে যারা নারীর প্রলোভনে ফেলে নগ্ন ভিডিও বানিয়ে টাকা আদায় করত। একই ধরণের কার্যক্রমের সঙ্গে এই নতুন চক্রটিও জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। রিমান্ডে এনে পুরো প্রতারণা চক্রের রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement