ইভ্যালি ছাড়ার পর নতুন পেইজ খুলে প্রতারণা, নারী গ্রেপ্তার

ইভ্যালি ছাড়ার পর নতুন পেইজ খুলে প্রতারণা, নারী গ্রেপ্তার ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৩৩, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ইভ্যালি ছাড়ার পর নতুন পেইজ খুলে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ফারহানা হক লুসি

রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ফারহানা হক লুসিকে, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ইভ্যালি ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন পেইজ খুলে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের অর্থ আত্মসাত করার।

ডিএমপির ভাটারা থানা পুলিশ সোমবার (১৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। ফারহানা হকের বিরুদ্ধে অভিযোগ, তার ফেসবুক পেইজ “প্রিটি পেইজ”-এর মাধ্যমে গ্রাহকদের থেকে গ্যাজেট অর্ডারের নাম করে প্রায় ১৫ কোটি টাকা আত্মসাত করা হয়েছে।

পুলিশ জানায়, এই পেইজে গ্রাহকদের কাছে কম দামে আইফোন, আইপ্যাডসহ নানা গ্যাজেট দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা সংগ্রহ করা হত। কম দামে পণ্য পাওয়ার আশায় অনেকেই অর্ডার করতেন, কেউ কেউ ব্যবসার জন্য মোটা অংকের টাকা বিনিয়োগও করতেন। মূল লক্ষ্য ছিল নারী গ্রাহকরা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে লুসি জানিয়েছেন, এই ব্যবসা প্রি-অর্ডার ভিত্তিক ছিল। গ্রাহকরা সম্পূর্ণ অগ্রিম টাকা দিতেন এবং সাধারণত ২–৩ মাসের মধ্যে পণ্য পাওয়া যেত। ভালো রিভিউ দেখে আরও অনেকেই অর্ডার করতে থাকেন, এবং এখান থেকেই প্রতারণার বিষয়টি শুরু হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় ১৫–২০ কোটি টাকা গ্রাহকদের কাছ থেকে নেওয়া হয়েছে। ফারহানা হক লুসি ও তার স্বামী প্রথমে ইভ্যালিতে কর্মরত ছিলেন। ইভ্যালি বন্ধ হয়ে গেলে তারা নতুন পেইজ খুলে একই ধরনের প্রতারণা চালাতে শুরু করেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement