ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মিরাশানী এলাকায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথের পাশে অজ্ঞাত পরিচয়ের এক ১২ বছর বয়সী শিশুর লাশ উদ্ধার করেছে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ।
রোববার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে স্থানীয়রা রেললাইনের পাশে শিশুর লাশ দেখতে পান। পরে খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। তবে নিহত শিশুর নাম-পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয়রা জানান, সকালে বাজারে সবজি বিক্রি করতে যাওয়া এক কৃষক প্রথমে মরদেহটি দেখতে পান। পরে খবর ছড়িয়ে পড়লে আরও মানুষ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন, কিন্তু কেউ শিশুটিকে চিনতে পারেননি।
স্থানীয়দের ধারণা, সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে শিশুটি পড়ে গিয়ে প্রাণ হারাতে পারে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এস. শফিকুল ইসলাম বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেললাইনের পাশ থেকে একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোন এক চলন্ত ট্রেনের ছাদ থেকে শিশুটি পড়ে মারা গিয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”