হোমনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

হোমনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৪৪, ৫ অক্টোবর ২০২৫

কুমিল্লার হোমনায় ভয়াবহ বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতের সময় তিনজন উজানচর-ভবানীপুর নৌকাঘাটে নদী পারাপারের জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি জানান, নিহতদের মধ্যে দুজন নারী এবং একজন যুবক রয়েছেন। নিহত দুই নারী হোমনা উপজেলার নালা দক্ষিণ গ্রামের বাসিন্দা, আর যুবকটি একই উপজেলার দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে তারা ঘাটে নৌকা ধরার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলেও ততক্ষণে তিনজনেরই মৃত্যু ঘটে।

ওসি রফিকুল ইসলাম আরও বলেন, মৃতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement