কসবায় রেললাইনে পলিথিনে মুড়ে নবজাতকের মরদেহ উদ্ধার

কসবায় রেললাইনে পলিথিনে মুড়ে নবজাতকের মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:১৩, ১৪ অক্টোবর ২০২৫

কসবায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে—রেললাইনের পাশে পলিথিনে মুড়ে রাখা অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা ঘটে সোমবার রাত ১১টার দিকে, মন্দভাগ রেলওয়ে স্টেশন এলাকা থেকে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রেললাইনের পাশে একটি লাল পলিথিন দেখতে পান তারা। পলিথিনের কাছে কয়েকটি কুকুর চিৎকার করছিল, যা দেখে পথচারীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। তখন কয়েকজন এগিয়ে গিয়ে পলিথিনটি খুলে দেখতে পান, ভিতরে একটি নবজাতকের মরদেহ পড়ে আছে। এরপর স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি রেলওয়ে পুলিশকে অবগত করা হয়

ওসি এস এম শফিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে নবজাতকের জন্ম হয় সদ্যই, তবে জন্মগত কারণে মৃত নাকি জন্মের পর মারা গেছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পরই এ বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যাবে।

তিনি আরও জানান, নবজাতকের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পাশাপাশি পুলিশ তদন্ত শুরু করেছে, এবং চেষ্টা করা হচ্ছে খুঁজে বের করতে, কে বা কারা এই নবজাতকের মরদেহ ফেলে গেছেন

 

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement