জুলাই সনদ’ অনুষ্ঠানে ৫০০ শিক্ষার্থীর জাতীয় সংগীত পরিবেশন

Published : ২২:৩২, ১৪ অক্টোবর ২০২৫
আগামী ১৭ অক্টোবর বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান–২০২৫’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় এই আয়োজনটি অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থী একসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করবে, যা হবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সেবা শাখা থেকে প্রকাশিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব জাবের মো. সোয়াইবের স্বাক্ষরিত স্মারকে বলা হয়েছে, জাতীয় সংগীত পরিবেশনায় অংশ নেবে বাংলাদেশ গার্লস গাইড, বিএনসিসি ও স্কাউটের সদস্যরা। তারা প্রত্যেকে নির্ধারিত পোশাক ও বাদ্যযন্ত্রসহ জাতীয় সংগীত পরিবেশনে অংশগ্রহণ করবে।
এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখা থেকে গত ১৩ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অনুষ্ঠানটি নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য — যেমন নামের তালিকা, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, যোগাযোগের ঠিকানা, মোবাইল নম্বর, জন্মসনদ বা জন্মনিবন্ধনের কপি এবং পাসপোর্ট সাইজ ছবি — ১৪ অক্টোবরের মধ্যে মন্ত্রণালয়ে জমা দিতে হবে।
এদিকে, অনুষ্ঠানটিকে ঘিরে প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংস্কৃতি অঙ্গনের মধ্যে উৎসবমুখর প্রস্তুতি চলছে। সবাই আশা করছেন, এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের দেশপ্রেম, জাতীয় চেতনা ও সাংস্কৃতিক ঐক্য আরও দৃঢ় হবে।
বিডি/এএন