শুক্রবার স্বাক্ষর হবে জুলাই জাতীয় সনদে

Published : ২৩:০৩, ১৪ অক্টোবর ২০২৫
রাজনৈতিক দলগুলোর কাছে ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’-এর চূড়ান্ত ভাষ্য পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সনদের সর্বশেষ সংস্করণ পাঠানো হয় দলগুলোর কাছে।
কমিশনের ব্যাখ্যা অনুযায়ী, দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত ধারাবাহিক সংলাপ, মতবিনিময় ও প্রস্তাব গ্রহণ প্রক্রিয়ার মধ্য দিয়ে সনদের এই চূড়ান্ত ভাষ্য তৈরি করা হয়েছে। এতে মোট ৮৪টি প্রস্তাবনা অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা হিসেবে কাজ করবে বলে কমিশন জানিয়েছে।
আগামী শুক্রবার (১৭ অক্টোবর) এই সনদে স্বাক্ষর হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে। কমিশনের পক্ষ থেকে প্রতিটি রাজনৈতিক দলকে পৃথকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন,
“আমরা সব রাজনৈতিক দলের কাছেই জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য পাঠিয়েছি। কমিশন ও রাজনৈতিক দলগুলোর আলোচনার ভিত্তিতে এটি দেশের ভবিষ্যৎ রাজনৈতিক সংস্কারের একটি ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করবে। শুক্রবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠিত হবে। আমরা আশা করি, সবার অংশগ্রহণের মধ্য দিয়ে ঐকমত্যের পরবর্তী ধাপে উপনীত হতে পারব।”
এদিকে রাজনৈতিক মহলে এই সনদ নিয়ে ইতোমধ্যেই আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নতুন গতিপথ দেখাবে এবং রাজনৈতিক স্থিতিশীলতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
বিডি/এএন