ফের এক হচ্ছেন রাকিব–মাহি?

Published : ২২:২৮, ১৪ অক্টোবর ২০২৫
প্রায় দেড় বছর আগে নিজেদের সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। সে সময় তিনি জানিয়েছিলেন, রাজনীতিক স্বামী রাকিব সরকারের সঙ্গে তার দাম্পত্য জীবনের পথচলা শেষ হয়েছে।
এরপর থেকে দুজনকে আর একসঙ্গে দেখা যায়নি। মাহি বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, আর রাকিব সরকারের বর্তমান অবস্থান সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।
কিন্তু হঠাৎ করেই নতুন করে আলোচনায় উঠে এসেছে এই আলোচিত দম্পতির নাম। সোমবার (১৩ অক্টোবর) রাতে মাহি তার ফেসবুক পেজে দুটি ছবি প্রকাশ করেন—যেখানে রয়েছেন তিনি নিজে, রাকিব সরকার ও তাদের সন্তান। ছবির ক্যাপশনে তিনি শুধু লেখেন, “মাশআল্লাহ”, সঙ্গে দেন ভালোবাসার ইমোজি।
আরও আশ্চর্যের বিষয়, এর ঠিক এক ঘণ্টা আগেই রাকিব সরকারও তার ফেসবুক অ্যাকাউন্টে একই ছবি পোস্ট করেন। এই একযোগে ছবি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় জল্পনা—তাহলে কি আবার এক হচ্ছেন মাহি ও রাকিব?
ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, মাহি-রাকিবের মধ্যে সম্পর্কের টানাপোড়েন থাকলেও সেটি ছিল সাময়িক। অনেকেই মনে করছেন, তারা আসলে পুরোপুরি আলাদা হননি কখনো, বরং একে অপরের থেকে কিছুটা দূরত্বে ছিলেন কিছু সময়ের জন্য।
এদিকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা ইতোমধ্যে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ লিখছেন, “সব আগের মতো হয়ে যাক,” আবার কেউ শুভেচ্ছা জানাচ্ছেন পরিবারের জন্য।
তবে এখন পর্যন্ত মাহি কিংবা রাকিব—দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের বর্তমান অবস্থা সম্পর্কে কোনো মন্তব্য করেননি।
বিডি/এএন