মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের শোক জানালেন জামায়াত আমির

মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের শোক জানালেন জামায়াত আমির ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:২০, ১৪ অক্টোবর ২০২৫

রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ডা. শফিকুর রহমান লিখেছেন,

“মিরপুরের পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন শ্রমজীবী মানুষের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীর শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই শোকের সময়ে তাদের পাশে থাকতে হবে আমাদের সকলের।”

তিনি আরও বলেন,

“আল্লাহ তায়ালা নিহতদের ক্ষমা করুন, তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন এবং জান্নাত নসিব করুন। শোকসন্তপ্ত পরিবারগুলোকে উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন।”

ডা. শফিকুর রহমান সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন যেন শ্রমজীবী মানুষের কর্মস্থল নিরাপদ করা হয়, যাতে এ ধরনের দুর্ঘটনা পুনরায় না ঘটে। তিনি আহতদের দ্রুত সুস্থতার নিয়ামত এবং দেশের সুরক্ষার জন্যও প্রার্থনা করেছেন।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন, তাদের খোঁজে স্বজনরা ঘটনাস্থল এবং বিভিন্ন হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন, যার ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, পোশাক কারখানা ও রাসায়নিক গুদামের আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা করছে।

ঘটনাস্থলে স্বজনদের পাশাপাশি উৎসুক জনতার ভিড় দেখা যাচ্ছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফায়ার সার্ভিসের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

এই মর্মান্তিক ঘটনায় দেশের মানুষের মধ্যে শোক ও উদ্বেগ বিরাজ করছে, এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জোরদার হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement