জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশনের হুঁশিয়ারি

জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশনের হুঁশিয়ারি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:২৪, ১৪ অক্টোবর ২০২৫

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী আবারও সরকারের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, দাবি পূরণ না হলে এবার আমরণ অনশন শুরু করবেন তারা—এটাই হবে চূড়ান্ত আন্দোলন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীতে ‘রোড টু সচিবালয়’ কর্মসূচির সময় হাইকোর্টের সামনে আটকে দেওয়া শিক্ষকদের সঙ্গে অবস্থান নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই ঘোষণা দেন তিনি।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, “আজ আমরা হাইকোর্টের সামনে অবস্থান করছি। আগামীকাল সকাল ১১টার মধ্যে যদি আমাদের দাবি না মানা হয়, আমরা শাহবাগে অবস্থান নেব। এরপরও যদি কোনো সাড়া না পাই, আমরা যমুনা অভিমুখে যাত্রা করব। তবুও যদি সরকার দাবি না মানে, তখন আমরা আমরণ অনশন শুরু করব।”

তিনি আরও বলেন, “আমরা আর পিছু হটব না। কারণ আমাদের আন্দোলন এখন শেষ ধাপে পৌঁছে গেছে। সরকারকে এখনই সিদ্ধান্ত নিতে হবে—দাবি মেনে শিক্ষাখাতকে জাতীয়করণ করবে কি না।”

শিক্ষকদের এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সচিবালয় ঘেরাও করে রাখব। কোনো অবস্থাতেই আন্দোলন থামানো হবে না।”

এর আগে দেলোয়ার হোসেন আজিজী জানিয়েছিলেন, যদিও শিক্ষকদের আটকে দেওয়া হয়েছে, তবু সরকারের সঙ্গে তাদের আলোচনার প্রক্রিয়া চলছে। তিনি আশা প্রকাশ করেন, এক ঘণ্টার মধ্যেই সরকারের সিদ্ধান্ত জানানো হবে। তবে তিনি স্পষ্ট করে বলেন, “সরকার চাইলে আলোচনা করতে পারে, কিন্তু সময়ক্ষেপণ এখন আর চলবে না। আমাদের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কারভাবে জানাতে হবে।”

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement