রংপুরে ছাড়পত্র ছাড়া পশু জবাই নিষিদ্ধ

Published : ২১:১৬, ১৪ অক্টোবর ২০২৫
অ্যানথ্রাক্স সংক্রমণ রোধে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ছাড়পত্র ছাড়া পশু জবাই নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। আজ ১৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা এই নির্দেশনা প্রদান করেন।
রংপুরের বিভিন্ন এলাকায় গবাদিপশুর মধ্যে অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় অ্যানথ্রাক্স রোগ পশু থেকে মানুষের মধ্যে ছড়ানোর আশঙ্কায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, গঙ্গাচড়া উপজেলায় কোনো পশু জবাইয়ের আগে অবশ্যই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল থেকে পর্যবেক্ষণ সাপেক্ষে ছাড়পত্র নিতে হবে। ছাড়পত্র ছাড়া পশু জবাইয়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
স্বাস্থ্য বিভাগ জানা যায়, রংপুরের পীরগাছা, কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায় অ্যানথ্রাক্সের উপসর্গযুক্ত অন্তত ৫৩ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে দুইজন উপসর্গ নিয়ে মারা গেছেন। আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রংপুরে শনাক্ত হওয়া অ্যানথ্রাক্স ‘কিউটিনিয়াস অ্যানথ্রাক্স’, যা মূলত ত্বকে সংক্রমণ ঘটায় এবং মানুষ থেকে মানুষে ছড়ায় না। ফলে তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ হলেও সচেতনতা ও সতর্কতা জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
বিডি/এএন