আগামী ১৬ অক্টোবর পর্যন্ত হজযাত্রী নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, ২০২৬ সালের হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলের জন্য সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ১৬ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হলো। এই সময়ের মধ্যে যারা হজে গমন করতে ইচ্ছুক, তাদেরকে নিবন্ধন করতে বলা হয়েছে, যাতে তাদের হজ গমন নিশ্চিত করা যায়।
সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, গত ১২ অক্টোবর এই বছরের হজযাত্রী নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর বাংলাদেশের হজের কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন।
এর আগে, সোমবার ধর্ম উপদেষ্টা জানান, হজের নিবন্ধনের সময় ১২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ছিল। এই সময়ের মধ্যে ৫৯ হাজার ৮৫৯ জন নিবন্ধন করেছেন। এরপর নিবন্ধন বন্ধ রাখা হয়েছিল।
উপদেষ্টা আরও জানান, মঙ্গলবার (১৪ অক্টোবর) সৌদি সরকারের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে হয়তো সৌদি কর্তৃপক্ষ জানতে চাইবেন কতজন নিবন্ধিত হয়েছেন, কতজনের ভাউচার হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আশাবাদী, এবং সময়সীমা বাড়ানোর জন্য সৌদি সরকারের কাছে অনুরোধ জানানো হবে।
এছাড়া, হজ এজেন্সিগুলোকে চিঠি দিয়ে জানানো হয়েছে, এখনও কতজন হজযাত্রী নিবন্ধনের জন্য অপেক্ষায় রয়েছেন তা বিকেল ৫টার মধ্যে জানাতে হবে। এই তথ্য পাওয়ার পর মঙ্গলবারের বৈঠকে বলা হবে, এই অপেক্ষমান হজযাত্রীদের নিবন্ধনের ব্যবস্থা করা প্রয়োজন।
এই পদক্ষেপের মাধ্যমে দেশের হজযাত্রীদের সুবিধা নিশ্চিত করা হবে এবং হজযাত্রা নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।