জামায়াত প্রার্থীর মঞ্চে মাইক ছিনিতো দলেরই নেতারা
Published : ০১:১৪, ২৮ অক্টোবর ২০২৫
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী ও উপজেলা নায়েবে আমির মোশারফ হোসেনকে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ধাক্কা খেতে হয়, যখন স্থানীয় কয়েকজন নেতাকর্মী তার হাতে থাকা মাইকটি হঠাৎ ছিনিয়ে নেন।
ঘটনাটি ঘটে সোমবার (২৭ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্টেশনে অনুষ্ঠিত গণমিছিল ও সমাবেশের সময়।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. আব্দুল মতিন, জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন, চান্দিনা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান এবং পৌর জামায়াতের আমির মাওলানা আবুল হোসেনের উপস্থিতিতে মঞ্চে বক্তব্য চলছিল।
ঠিক সেই সময় কয়েকজন কর্মী হঠাৎ মঞ্চে উঠে মাইকটি ছিনিয়ে নেন। এরপর তারা জেলা আমির ও জেলা সেক্রেটারির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
মঞ্চে অবস্থানরত নেতাকর্মীরা অভিযোগ করেছেন, কুমিল্লা-৭ আসনের সংসদ প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে সংগঠনের নিয়ম না মেনে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে।
এ ঘটনায় কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের মনোনীত সংসদ প্রার্থী ও উপজেলা নায়েবে আমির মাওলানা মোশারফ হোসেন জানিয়েছেন, “সমাপনী বক্তব্যের সময় দু-একজন কর্মী বাকবিতণ্ডা করেছিল। তারা দলেরই, এবং ঘটনাটি সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়। এরা শুধু তাদের মতামত প্রকাশ করেছে।”
বিডি/এএন






























