সাগর থেকে চার জেলে অপহরণ, অভিযুক্ত আরাকান আর্মি
Published : ২২:১৮, ২৭ অক্টোবর ২০২৫
সাগরে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরই মাছ ধরতে গিয়ে বিপদের মুখে পড়েছেন টেকনাফের চার জেলে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে শাহপরীর দ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি তাদের ধরে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
আটক জেলেরা হলেন—টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার নুর কালাম, শফি আলম, আবুল কালাম ও নৌকার মালিক আব্দুর রহমান।
স্থানীয় জেলে ইয়াকুব আলী জানান, “সকালে আমরা শাহপরীর দ্বীপের দিক থেকে সেন্টমার্টিনের কাছে মাছ ধরছিলাম। হঠাৎ একদল সশস্ত্র ব্যক্তি এসে একটি নৌকার মাঝি ও তিন জেলেকে ধরে নিয়ে যায়। পরে বুঝতে পারি, তারা আরাকান আর্মির সদস্য।”
তিনি আরও বলেন, “সাগরে মাছ ধরার সময় ঠিক কোন সীমান্তে আছি তা বোঝা যায় না। কিন্তু মিয়ানমারের দিক থেকে এলে তারা সীমান্ত না মেনে জেলেদের ধরে নিয়ে যায়।”
শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাটের সভাপতি আবদুল গণি বলেন, “আব্দুর রহমান নিজের নৌকায় চার মাঝিমাল্লা নিয়ে সাগরে গিয়েছিলেন। নিষেধাজ্ঞা শেষের পরদিনই এমন ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। এতে জেলেদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।”
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, “চার জেলে আরাকান আর্মির হাতে আটকের খবর আমরা পেয়েছি। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। জেলেদেরও সতর্ক থাকতে হবে যেন তারা সীমান্ত অতিক্রম না করেন।”
জেলেদের পরিবার জানায়, দীর্ঘ বিরতির পর সমুদ্রে মাছ ধরতে গিয়েই এমন ঘটনায় তারা হতভম্ব। এখন তাদের একটাই দাবি—সরকার যেন দ্রুত তাদের প্রিয়জনদের ফিরিয়ে আনে।
বিডি/এএন






























