গাইবান্ধায় চাচিকে বিয়ে করে ফেসবুকে শেয়ার ভাতিজার
Published : ০১:৫০, ২৮ অক্টোবর ২০২৫
গাইবান্ধার সুন্দরগঞ্জে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বিয়ের দাবিতে চাচিকে ঘরে ঢুকিয়ে অবস্থান করা ভাতিজা আব্দুল আজিজ অবশেষে তার চাচি রুবিনা খাতুনকে বিয়ে করেছেন। এই খবরটি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে নিশ্চিত করেছেন।
Md Abdul Aziz (মায়াবতী জামাই) নামের তার ফেসবুক আইডিতে ওই ঘটনা এবং বিবাহ সংক্রান্ত তথ্য পোস্ট করা হয়েছে।
ঘটনার পেছনের প্রেক্ষাপটও অসাধারণ। গত ১৮ অক্টোবর, সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের ব্যাপারীপাড়ায় রুবিনা খাতুন (২৫) আব্দুল আজিজের বাড়িতে অবস্থান নেন। রুবিনা ওই গ্রামের মাইদুল ইসলামের স্ত্রী এবং দুই সন্তানের জননী। অপরদিকে, আব্দুল আজিজ (২০) মাইদুল ইসলামের চাচাতো ভাই ওসমান গণি মোল্লার ছেলে। অবস্থান করার তিনদিন পর রুবিনা তার স্বামী মাইদুল ইসলাম থেকে তালাক পান।
আব্দুল আজিজের ফেসবুক পোস্টে চারটি ছবি শেয়ার করা হয়েছে। তার মধ্যে একটি ছবিতে চাচি-ভাতিজা সেলফিতে দেখা যাচ্ছে, আর একটি ছবিতে তাদের কোর্ট ম্যারেজের এফিডেভিট, এবং বাকি দুটি ছবিতে কাবিননামার কপি প্রদর্শিত হয়েছে। পোস্ট অনুযায়ী, তারা ২৩ অক্টোবর দেড় লাখ টাকা দেনমোহরের বিনিময়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
এই পোস্টে এখন পর্যন্ত ৩৭১টি রিঅ্যাক্ট, ৪১টি শেয়ার এবং নানা ধরনের মন্তব্য এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিডি/এএন






























