এভিয়েশন খাতে ২৮ বছর পূর্ণ করলেন ইউএস-বাংলার জিএম কামরুল ইসলাম
Published : ১১:৪৭, ১ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশের বেসরকারি এভিয়েশন শিল্পে দীর্ঘ ২৮ বছরের পথচলা সম্পন্ন করলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশনস) এবং ঢাকাপোস্ট ডট কমের ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামরুল ইসলাম।
১৯৯৮ সালের ১ ডিসেম্বর জিএমজি এয়ারলাইন্সে অ্যাসিস্ট্যান্ট অফিসার (মার্কেটিং সাপোর্ট ও পিআর) পদে যোগদানের মধ্য দিয়ে তার এভিয়েশন ক্যারিয়ার শুরু। এই দীর্ঘ সময়ে তিনি জিএমজি, ইউনাইটেড এয়ারওয়েজ হয়ে বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সে দায়িত্ব পালন করছেন।
এভিয়েশন খাতের উত্থান–পতনের সাক্ষী
ব্যক্তিগত ক্যারিয়ারের দুই দশকের বেশি সময়ে দেশি বেসরকারি এয়ারলাইন্সগুলোর সাফল্য, সংকট ও চ্যালেঞ্জের সরাসরি সাক্ষী হয়েছেন কামরুল ইসলাম।
ফ্লাইট দুর্ঘটনা-সংক্রান্ত কঠিন পিআর, পাইলট অসন্তোষ, মালিকানাগত সংকট—এমন বহু প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করেছেন তিনি।
কামরুল ইসলাম বলেন,
“এভিয়েশন খাত কখনোই সহজ ছিল না। কিন্তু প্রতিটি চ্যালেঞ্জ আমাকে পেশাগতভাবে আরও শক্ত করেছে।”
ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতি কৃতজ্ঞতা
২৮ বছরের যাত্রা উপলক্ষে তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। সহকর্মী ও সিনিয়র–জুনিয়রদের সহযোগিতাই তাকে আজকের জায়গায় এনেছে বলে মনে করেন তিনি।
সংবাদ মাধ্যমের প্রতি রয়েছে তার বিশেষ টান। দীর্ঘদিনের সম্পর্কের ভিত্তিতে তিনি জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্যপদও লাভ করেন।
ঢাকাপোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নতুন দায়িত্ব
সম্প্রতি ইউএস-বাংলা গ্রুপের কর্ণধার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তার প্রতি আস্থা রেখে দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল Dhaka Post–এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব দেন।
এই দায়িত্বকে তিনি নিজের পেশাগত জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন।
তার ভাষায়—
“ঢাকাপোস্টকে জনমানুষের কাছে আরও বিশ্বস্ত করে তুলতে কাজ করে যাচ্ছি। সত্য ও নির্ভরযোগ্য প্রতিবেদনের মাধ্যমে ঢাকাপোস্টকে এগিয়ে নিতে চাই।”
পরিবারের প্রতি কৃতজ্ঞতা
তার অগ্রযাত্রায় স্ত্রী কামরুন নাহার রুমি এবং দুই কন্যা রাইসা ও হৃদিশা–কে জীবনের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন তিনি।
শিক্ষাজীবনের শেকড়
কামরুল ইসলামের শিক্ষাজীবনে সিভিল এভিয়েশন হাই স্কুল, নটরডেম কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাস্ট ক্লাব এবং বাংলাদেশ জনসংযোগ সমিতির অবদান রয়েছে।
পেশাগত দর্শন: স্থিরতা ও সম্পর্ক
দুইটি বিষয়কে তিনি সবসময় পেশাজীবনে অনুসরণ করেন—
অস্থির সময়ে স্থির থাকা
সম্পর্ক শুধু প্রফেশনাল নয়, তার চেয়েও গভীর হওয়া উচিত
বাংলাদেশের এভিয়েশন ও গণমাধ্যমের উন্নয়নই লক্ষ্য
কামরুল ইসলাম বলেন,
“এভিয়েশন হোক বা গণমাধ্যম—কতটা দিতে পেরেছি জানি না, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছি সবসময়। সামনে আরও দায়িত্ব, আরও কাজ করতে চাই দেশের জন্য।”
বিডি/এএন
































