৯ ঘণ্টায় খুলনায় আবারও গুলির ঘটনা

৯ ঘণ্টায় খুলনায় আবারও গুলির ঘটনা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৩৩, ১ ডিসেম্বর ২০২৫

খুলনায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও গুলির ঘটনা সংঘটিত হয়েছে, যা শহরজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

রোববার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর জিন্নাহপাড়া এলাকায় এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে সম্রাট কাজী (২৮) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তিনি নড়াইলের কাজী আজিজুর রহমানের ছেলে এবং খুলনা শিপইয়ার্ডে অফিস সহকারী হিসেবে কর্মরত। বর্তমানে তিনি শিপইয়ার্ড এলাকাতেই থাকেন।

ঘটনাস্থলে থাকা লোকজনের ভাষ্যমতে, রাতের ওই সময়ে সম্রাটকে লক্ষ্য করে হঠাৎ গুলি ছোড়ে হামলাকারীরা। গুলিটি তার হাতে লাগে এবং এরপর তারা পিস্তলের বাট দিয়ে তার মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

লবণচরা থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, সম্রাটকে উদ্দেশ্য করে গুলি করা হয়েছে এবং পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করতে অভিযান চালানো হচ্ছে বলেও তিনি জানান।

এর মাত্র ৯ ঘণ্টা আগে দুপুরে খুলনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে প্রকাশ্যে গুলিতে দুজন নিহত হওয়ার ঘটনা ঘটে। পরপর দুইটি গুলিবর্ষণের ঘটনায় নগরবাসীর মধ্যে উৎকণ্ঠা আরও বেড়ে গেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement