গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় নিহত ১

গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় নিহত ১ ছবি: সংগৃহীত

রংপুর প্রতিনিধি

Published : ২২:২৯, ১২ জানুয়ারি ২০২৬

গাইবান্ধায় মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় কাবিল হোসেন মন্ডল (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় হাতেম আলী নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে হাতেম আলীকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিহত কাবিল হোসেন মন্ডল উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী গ্রামের নজির হোসেন নজু মণ্ডলের ছেলে। আজ ১২ জানুয়ারি সোমবার দুপুরে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের সুন্দরগঞ্জ পৌরসভার গাজিরকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, কাবিল হোসেন তার বড় ছেলের বিয়ের অনুষ্ঠানের দাওয়াত দেওয়ার জন্য আত্মীয়-স্বজনদের বাড়ির উদ্দেশ্যে বড় ভাই হাতেম আলীসহ মোটরসাইকেলে নিয়ে বের হন।

গাজিরকুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাবিল হোসেন মন্ডল চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement