নোরা সঙ্গে প্রেম করছেন আশরাফ হাকিমির !

নোরা সঙ্গে প্রেম করছেন আশরাফ হাকিমির ! ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৪৩, ১৩ জানুয়ারি ২০২৬

২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে খেলা মরক্কোকে আফ্রিকার প্রথম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে পৌঁছে দিয়েছেন আশরাফ হাকিমি।

মাঠের সাফল্যের পাশাপাশি ক্লাব ফুটবলেও সময়টা দারুণ কাটছে এই মরক্কান তারকার। ফরাসি জায়ান্ট পিএসজির জার্সিতে গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ শিরোপার ট্রেবল জয়ের অংশীদার ছিলেন তিনি।

আফ্রিকার ইতিহাসে প্রথম কোনো ডিফেন্ডার হিসেবে গত ৫২ বছরে বর্ষসেরা আফ্রিকান ফুটবলারের স্বীকৃতি পাওয়া হাকিমিকে এখন মরক্কোর ইতিহাসের অন্যতম সেরা রাইটব্যাক হিসেবেই ধরা হয়।

এতসব সাফল্যের মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক গুঞ্জন ডানা মেলেছে। মরক্কান বংশোদ্ভূত ভারতীয় নৃত্যশিল্পী ও বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন আশরাফ হাকিমি—এমন আলোচনা ঘুরছে নেটদুনিয়ায়।

কিছুদিন আগে নোরা মরক্কো সফরে যান এবং সেখানে আফ্রিকান কাপ অব নেশনস (আফকন) ফুটবল ম্যাচ উপভোগ করেন। সেই সফরের পর থেকেই হাকিমির সঙ্গে তার নাম জড়িয়ে নানা জল্পনা শুরু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, গ্যালারিতে বসে আশরাফ হাকিমির খেলায় উচ্ছ্বসিত হয়ে বারবার উৎসাহ দিচ্ছেন নোরা ফাতেহি। তার এই আবেগী উপস্থিতি ভক্তদের নজর এড়ায়নি। এরপরই নেটিজেনদের মধ্যে গুঞ্জন আরও জোরালো হয়—অনেকের ধারণা, হাকিমির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই মরক্কো সফরে গিয়েছিলেন নোরা।

ভারতীয় সংবাদমাধ্যমকে বলিউড পাড়ার এক ঘনিষ্ঠ সূত্র জানায়, নোরা ফাতেহির মরক্কোতে ফুটবল ম্যাচ দেখা অনেককেই বিস্মিত করেছে। এর আগেও শোনা যাচ্ছিল, তিনি একজন ফুটবলারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সেই গুঞ্জনই এবার আরও দৃঢ় হয়েছে বলে মনে করছেন অনেকে। অনুমান করা হচ্ছে, সেই ফুটবলার মরক্কোর তারকা আশরাফ হাকিমিই।

যদিও এ বিষয়ে নোরা কিংবা হাকিমি—কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে নোরার বিভিন্ন ছবিতে আশরাফের প্রতিক্রিয়া অনেকের চোখে আলাদা করে ধরা পড়েছে।

উল্লেখযোগ্য যে, বর্তমান সময়ের প্রথম সারির ফুটবল তারকাদের মধ্যে আশরাফ হাকিমি অন্যতম। অন্যদিকে নোরা ফাতেহিও একাধিক জনপ্রিয় মিউজিক ভিডিওর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজের পরিচিতি গড়ে তুলেছেন।

গত বছর থেকেই তিনি আমেরিকার জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য জিমি ফ্যালন শো’-তে কাজ শুরু করেছেন। পাশাপাশি কিছুদিন আগে ফরাসি ডিজে ডেভিড গেট্টার সঙ্গেও একটি প্রজেক্টে কাজ করে আলোচনায় আসেন নোরা।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement