দেশে আইসিটি খাতের ভিত্তি গড়েছেন খালেদা জিয়া: মঈন খান

দেশে আইসিটি খাতের ভিত্তি গড়েছেন খালেদা জিয়া: মঈন খান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৪২, ১৩ জানুয়ারি ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, দেশে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, সেই ভিত্তির ধারাবাহিকতা রক্ষা করে সামনে এগিয়ে না গেলে পূর্বসূরিদের অবদানকে যথাযথ মর্যাদা দেওয়া হবে না।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্স আয়োজিত এক নীতি সংলাপে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন ড. মঈন খান।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ কেবল অর্থ-বিত্ত বা সম্পদের পেছনে ছুটে না, বরং তারা প্রকৃত স্বাধীনতা চায়। সেই স্বাধীনতাকে বাস্তব রূপ দেওয়ার প্রক্রিয়াটি সঠিক পথে এগিয়ে নিতে পারাই সবচেয়ে বড় সাফল্য বলে তিনি মনে করেন।

ড. মঈন খান আরও বলেন, বিএনপি গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একটি দল। সামনে একটি নির্বাচন রয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচনের মধ্য দিয়েই জনগণের প্রত্যাশিত সরকার প্রতিষ্ঠিত হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement