লক্ষ্মীপুরে সাংবাদিকের উপরে সন্ত্রাসী হামলা
Published : ১৫:১৪, ১০ জানুয়ারি ২০২৬
লক্ষ্মীপুরে বাড়ি ফেরার পথে সাংবাদিক তারেক মাহমুদের উপরে মব সৃষ্টি করে হামলা ও হত্যা চেষ্টা চালানো হয়েছে।
শুক্রবার ৯ জানুয়ারি বেলা ১১ টায় পৌর শহরের ৪নং ওয়ার্ড মৎস্য অফিসের সামনে এই হামলার ঘটনা ঘটে।
আহত তারেক মাহমুদ দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মাল্টিমিডিয়া রির্পোটার ও স্থানীয় অনলাইন গণমাধ্যম লক্ষ্মীপুর টাইমসের স্টাফ রির্পোটার এবং যুমুনা টিভির ক্যামেরা পার্সন হিসেবে কাজ করছেন। তিনি বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তারেক মাহমুদ বলেন, লক্ষ্মীপুর থেকে তিনি মোটরসাইকেল জোগে বাড়ি ফিরছিলেন এমন সময় অপরিচিত একটি লোক মোটরসাইকেলের গতিরোধ করে উচ্চস্বরে গালমন্দ করতে থাকেন এবং কিছুক্ষণের মধ্যেই ২ টি রিকশা যোগে আরো কয়েকজন লোক এসে মব সৃষ্টি করে সন্ত্রাসী কায়দায় আমার উপর হামলা ও হত্যা চেষ্টা করে।
তারা পরিকল্পিত ভাবে আমাকে হত্যার চেষ্টায় মারধর করে এলাকাবাসী উদ্ধার না করলে আমি আজকে বেঁচে ফিরতে পারতাম না। তারা আমার চোখ নষ্ট করে দেওয়ার জন্য আমার চোখে বার বার চাবি দিয়ে উপড়ে ফেলার চেষ্টা করে। এলাকাবাসী জানায় স্থানীয় বিএনপিকর্মী কিরন ও ফরিদ এই হামলার নেতৃত্বে ছিলো। আমি এই হামলার উপযুক্ত বিচার চাই।
এই ঘটনায় লক্ষ্মীপুরের সকল সাংবাদিক নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
হামলার ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লক্ষ্মীপুরে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বিডি/এএন


































