বিএনপিকর্মীর মৃত্যু কারাগারে, যা জানা গেল
Published : ১৬:২৯, ২১ জানুয়ারি ২০২৬
লক্ষ্মীপুর জেলা কারাগারে আবুল বাশার (৪৫) নামে একজন বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে মারা যান।
নিহত আবুল বাশার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের নুর ইসলামের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, তিনি স্থানীয় বিএনপির একজন সক্রিয় নেতা ও কর্মী ছিলেন।
নিহতের ভাই মনির হোসেন এবং মহিন উদ্দিন জানান, আবুল বাশার মাটি ও বালুর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। গত বুধবার (১৪ জানুয়ারি) গভীর রাতে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং চন্দ্রগঞ্জ থানা পুলিশের একটি দল তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে নিয়ে যায়। এরপর দুদিন থানায় আটক রাখা হয়। পরে একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়।
পরিবারের সদস্যরা আরও জানায়, মঙ্গলবার বিকেলে কারাগারে থাকা অবস্থায় তার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। এরপর বুধবার ভোরে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোর্শেদ আলমকে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি বর্তমানে আদালতে রয়েছি, পরে এ বিষয়ে কথা বলব।”
লক্ষ্মীপুর জেলা কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, একটি ডাকাতি মামলায় গত ১৬ জানুয়ারি বাশারকে কারাগারে আনা হয়। তার আগে তাকে মারধর করা হয়েছে, এমন অভিযোগ আনেন তার দুই কেস পার্টনার। বিষয়টি জানার পর কারাগারে থাকা অবস্থায় তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি/এএন

































