‘মাসুদরা কখনো ভালো হয় না’—সুড়ঙ্গ ২ নিয়ে মুখ খুললেন তমা মির্জা

Published : ১৬:৪১, ৪ আগস্ট ২০২৫
সুড়ঙ্গ সিনেমার অভাবনীয় সাফল্যের পর থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এর সম্ভাব্য সিক্যুয়াল ‘সুড়ঙ্গ ২’। সিনেমাটির অন্যতম প্রধান চরিত্র ময়না-অভিনেত্রী তমা মির্জা সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, এই সিক্যুয়াল নিয়ে পরিকল্পনা চলছে, তবে এখনও আনুষ্ঠানিক কিছু চূড়ান্ত হয়নি। তমা মির্জা বলেন, “সুড়ঙ্গ ২-এর একটা আভাস আমরা পেয়েছি। অবশ্যই আসবে, হয়তো তাড়াতাড়ি—but এখনো আমার সঙ্গে প্রোডাকশন হাউজ বা পরিচালকের সরাসরি কোনো আলোচনা হয়নি।
তাই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব না।” তিনি আরও বলেন, সুড়ঙ্গ সিনেমার দুই প্রধান চরিত্র মাসুদ (আফরান নিশো) ও ময়না (তমা মির্জা) শুধুই সিনেমার কল্পনা নয়, বাস্তব জীবনের প্রতিচ্ছবিও বটে। তমা বলেন, “আমি তো সব সময় বলি, মাসুদরা কখনো ভালো হয় না, ময়নারাও ভালো হয় না। মাসুদ-ময়না আমাদের সমাজের আনাচে-কানাচে থাকে, তারা বাস্তবতা।
” ‘সুড়ঙ্গ’ মুক্তির পর থেকেই সিনেমাটি দেশের দর্শকের মধ্যে ব্যাপক আলোড়ন তোলে। এর টানটান কাহিনি, চরিত্র নির্মাণ ও অভিনয় প্রশংসিত হয় সর্বমহলে। দর্শকরা তাই স্বাভাবিকভাবেই ‘সুড়ঙ্গ ২’ নিয়ে আশাবাদী। এ প্রসঙ্গে আগেও সিনেমাটির প্রযোজক রেদওয়ান রনি বলেছিলেন, “সুড়ঙ্গ ২ সময়ের ব্যাপার মাত্র।
মাসুদ-ময়নাকে দর্শক যেভাবে ভালোবেসেছে, তাতে করে এর ধারাবাহিকতা অবশ্যই থাকবে।” তবে সিক্যুয়ালের চিত্রনাট্য, শুটিং বা মুক্তির সম্ভাব্য সময় এখনও পরিষ্কার নয়। সিনেমাপ্রেমীরা এখন অপেক্ষায়, কবে আবার পর্দায় ফিরবে ‘মাসুদ-ময়না’র রহস্যময় যাত্রা।