আলী আজমতের ঢাকার প্রথম একক কনসার্টের প্রস্তুতি

Published : ১৪:৩৭, ২৭ সেপ্টেম্বর ২০২৫
দীর্ঘ ছয় বছরের বিরতির পর আবার ঢাকার মঞ্চে কণ্ঠ শোনাবেন পাকিস্তানি রক শিল্পী আলী আজমত। খুব শিগগিরই বাংলাদেশ আসার কথা জানিয়েছেন গায়ক নিজেই, এবং বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে ভেরিফাইড ফেসবুক পেজে আলী আজমত ঢাকায় আসার বিষয়ে একটি স্ট্যাটাস দেন। সঙ্গে তিনি দর্শকভরা মঞ্চের একটি ছবি আপলোড করেন, যেখানে লেখা ছিল, “হ্যালো বাংলাদেশ।” স্ট্যাটাসে গায়ক লিখেছেন, “অবশেষে! আশা করি তোমাদের সবার সাথে দেখা হবে।”
এটি আলী আজমতের ঢাকায় তৃতীয় সফর। এর আগে তিনি দুইবার বাংলাদেশে পারফর্ম করেছেন। সর্বশেষ ২০১৯ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টে তিনি মঞ্চে ছিলেন। এবার ঢাকায় প্রথমবারের মতো একক কনসার্টে অংশ নেবেন। কনসার্টের শিরোনাম হবে ‘আলী আজমত (দ্য ভয়েস অব জুনুন) লাইভ ইন ঢাকা’। তবে কনসার্টের তারিখ, স্থান ও আয়োজন সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
আলী আজমত পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জুনুন’ এর অন্যতম সদস্য। ১৯৯১ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি ব্যান্ডে গানের মাধ্যমে ব্যাপক খ্যাতি অর্জন করেন এবং পরিচিত হন ‘দ্য ভয়েস অব জুনুন’ হিসেবে। ২০০৬ সালে তিনি ‘সোশ্যাল সার্কাস’ নামের নতুন ব্যান্ড গড়ে তোলেন। দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে গান পরিবেশন করে তিনি সংগীতপ্রেমীদের মুগ্ধ করে চলেছেন।
আলী আজমতের উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে – ‘দিওয়ানা’, ‘তেরে লিয়ে’, ‘রঙিলা’, ‘নারে নারে’, ‘মাওলা’, ‘ইয়ে জিসম’, ‘সায়োনি’, ‘খুদি কো কর বুলন্দ’, ‘গরজ বরস’, ‘জিন্দা’ ইত্যাদি। এছাড়া তিনি অভিনয়েও পারদর্শী, যা তাকে নিজ দেশ ও বলিউডে আরও জনপ্রিয় করে তুলেছে।
BD/AN