কারিনা-শহিদের বিচ্ছেদেই তৈরি হয়েছিল হিট প্রেমের গান

Published : ০৯:৪৮, ২৮ সেপ্টেম্বর ২০২৫
বলিউডে তারকাদের প্রেম-বিচ্ছেদের কাহিনি সবসময়ই ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। এর মধ্যে কারিনা কাপুর ও শহিদ কাপুরের সম্পর্ক ভাঙন ছিল সবচেয়ে আলোচিত ঘটনা।
একসময় তাদের প্রেম বলিউডের ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি করেছিল। ‘ফিদা’ থেকে শুরু করে ‘জব উই মেট’—সব জায়গায় তাদের অন-স্ক্রিন রসায়নে দর্শক মুগ্ধ হয়েছিল।
কিন্তু ‘মিলেঙ্গে মিলেঙ্গে’ ছবির শুটিং চলাকালীন হঠাৎই সম্পর্কের ইতি টানেন তারা। এরপর আর কখনো একসঙ্গে কাজ করেননি।
তবে বিচ্ছেদের পরও তাদের প্রেমের আবেগ থেকে জন্ম নেয় এক জনপ্রিয় গান। সম্প্রতি এক পডকাস্টে গীতিকার সমীর অঞ্জন জানালেন সেই গল্প। তিনি বলেন, কারিনা-শহিদের ব্রেকআপের সময় ‘মিলেঙ্গে মিলেঙ্গে’ ছবির একটি গান লেখা বাকি ছিল।
তখন প্রযোজক বনি কাপুর তাকে বিশেষভাবে অনুরোধ করেন, যেন এমনভাবে গান লেখা হয় যাতে মনে হয় এটি করিনা-শাহিদের বাস্তব প্রেমকাহিনি।
হিমেশ রেশমিয়ার সুরে ও সমীর অঞ্জনের কলমে তখন তৈরি হয় গান ‘কুছ তো বাকি হ্যায়, তেরে মেরে দরমিয়ান’। গীতিকারের ভাষায়, এই গানটি আসলে করিনা-শহিদের প্রেম ও বিচ্ছেদের প্রতিচ্ছবি। মুক্তির পর গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং আজও বলিউডের চিরচেনা প্রেমগানের তালিকায় অন্যতম স্থান ধরে রেখেছে।
বিডি/এএন