রুদ্রনীল ঘোষের মোশাররফ করিমের সঙ্গে কাজের আগ্রহ

রুদ্রনীল ঘোষের মোশাররফ করিমের সঙ্গে কাজের আগ্রহ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:১৭, ২৮ অক্টোবর ২০২৫

পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের চরিত্র এবার আবারো বড় পর্দায় ফিরছে, তবে এবার ওয়েব সিরিজ আকারে। ‘গণশত্রু: বাংলার আতঙ্ক’ শিরোনামের এই নতুন সিরিজ ৩১ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

সিরিজে রাজ্যের বিভিন্ন সময়ের পাঁচজন সিরিয়াল কিলারের গল্প উপস্থাপন করা হয়েছে, এবং হুব্বা শ্যামলের চরিত্রে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ।

রুদ্রনীল ঘোষ বলেন, হুব্বা শ্যামল চরিত্রে অভিনয় করার সুযোগ তিনি পেয়েছেন পরিচালক ব্রাত্য বসুর নির্দেশে, যেখানে স্ক্রিপ্টের মাধ্যমে চরিত্রের প্রতিটি দিক বোঝানো হয়েছে।

তিনি আরও জানান, মোশাররফ করিম যেভাবে হুব্বা শ্যামলকে পোট্রেট করেছেন, সেটি ভিন্ন দৃষ্টিকোণ, কারণ মোশাররফ করিম নিজে হুব্বা শ্যামলকে ব্যক্তিগতভাবে খুব বেশি জানতেন না।

রুদ্রনীলের সুবিধা হয়েছে, তিনি ছোটবেলা থেকেই হুব্বা শ্যামলের গল্প শুনে আসছেন। তাই তিনি অনেকটা ধারণা আগেভাগেই তৈরি করতে পেরেছিলেন। এর ফলে ‘গণশত্রু’ ওয়েব সিরিজে হুব্বা শ্যামলের উপস্থাপন আরও তথ্যনিষ্ঠ ও বাস্তবসম্মত হয়েছে।

রুদ্রনীল আরও বলেন, মোশাররফ করিম অভিনীত ‘হুব্বা’ সিনেমা দেখেছেন তিনি এবং মনে হয়েছে, চরিত্রটি যদি কিছুটা ভিন্নভাবে উপস্থাপন করা হতো, সিনেমাটি আরও ভালো হতো।

চরিত্রকে জীবন্ত করে তোলার ক্ষেত্রে, অভিনেতার দক্ষতার অভাব নয়, বরং কিছু গুরুত্বপূর্ণ উপাদান ঠিকভাবে প্রয়োগ করা হয়নি।

অভিনেতা রুদ্রনীল ঘোষণা করেছেন যে তিনি মোশাররফ করিমকে অত্যন্ত শ্রদ্ধা করেন। তিনি বলেন, “মোশাররফ করিম আমার প্রিয় অভিনেতা এবং ঘনিষ্ঠ বন্ধু।

আমাদের দুজনেরই ইচ্ছা আছে একসঙ্গে কাজ করার, এবং কিছু পরিচালক এ নিয়ে চেষ্টা করছেন। আমাদের অভিনয়শৈলীর মধ্যে রয়েছে একটি অদ্ভুত মিল, যা অনেকেই লক্ষ্য করেছেন। আমরা একে অপরের দ্বারা প্রভাবিত নই। দুই দেশে বেড়ে ওঠার কারণে আমাদের অভিনয়শৈলীর নিজস্বতা রয়েছে।”

রুদ্রনীল আরো উল্লেখ করেন, যখন তিনি হুব্বা চরিত্রে অভিনয় করছেন, তখন তার উদ্দেশ্য ছিল মোশাররফ ভাইয়ের প্রতি সম্মান প্রদর্শন করা। এবং বিশ্বাস রাখেন, মোশাররফ করিমও তার অভিনয়ে সমান শুভেচ্ছা অনুভব করবেন।

সারাংশে, ‘গণশত্রু: বাংলার আতঙ্ক’ সিরিজে হুব্বা শ্যামলের চরিত্রে অভিনয় রুদ্রনীল ঘোষের জন্য নতুন চ্যালেঞ্জ এবং সেই সঙ্গে দর্শকদের জন্যও চরিত্রটি আরও বাস্তব ও তথ্যনিষ্ঠভাবে উপস্থাপনের সুযোগ হয়ে উঠেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement