সালমান শাহ হত্যা রহস্যে নতুন অধ্যায়, আবারও আলোচনায় সামিরা-ডন!
Published : ১৮:১৫, ২৭ অক্টোবর ২০২৫
ঢাকাই চলচ্চিত্রের চিরঅমর নায়ক সালমান শাহ — যিনি নব্বইয়ের দশকে পর্দায় এক অনন্য তারকা হয়ে উঠেছিলেন। কিন্তু মাত্র ২৫ বছর বয়সে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, হঠাৎ করেই তার মৃত্যু গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছিল।
সেই সময় ধারণা করা হয়, তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু সালমানের পরিবার শুরু থেকেই এই দাবি প্রত্যাখ্যান করে বলে আসছে — “এটি আত্মহত্যা নয়, খুন।”
দীর্ঘ প্রায় তিন দশক ধরে তদন্তের পর সালমান শাহর মৃত্যুর রহস্য আবারও নতুনভাবে আলোচনায় এসেছে। ২০২৫ সালের ২১ অক্টোবর রমনা থানায় নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলাটিতে আসামি করা হয়েছে ১১ জনকে। তাদের মধ্যে আছেন সালমানের সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, এবং চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজন।
নতুন এই মামলার পেছনে আবারও তোলপাড় সৃষ্টি করেছে একটি পুরনো ছবি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় সামিরা ও অভিনেতা ডনের একটি অন্তরঙ্গ মুহূর্তের ছবি।
ছবিটি “অপরাধ চক্র” সাময়িকীর বহু বছরের পুরনো একটি প্রতিবেদনের অংশ, যার শিরোনাম ছিল ‘ডিভোর্স শব্দটিই সালমানের মৃত্যুফাঁদ’। প্রতিবেদনে সেই সময় একাধিক ছবি প্রকাশ করা হয়েছিল, যার মধ্যে এই ভাইরাল ছবিটিও ছিল।
ছবিটি ছড়িয়ে পড়ার পর সালমান শাহর ভক্তদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তবে সামিরা হক দাবি করেছেন — ছবিতে যাকে দেখা যাচ্ছে, তিনি নন। তিনি বলেন,
“ওটা ‘আশা ভালোবাসা’ সিনেমার শুটিংয়ের সময়কার ছবি। ছবিতে যে মেয়েটিকে দেখা যাচ্ছে, সে আমি নই — সে নায়িকা সাবরিনা। সালমান মজা করে ভ্যান্টিলেটরের ফাঁক দিয়ে ওই ছবি তুলেছিল, পরে ডন সেটা চেয়েছিল। তিন দিন ধরে সে সালমানের পেছনে ঘুরেছে ছবিটা পাওয়ার জন্য।”
সামিরা আরও বলেন,
“সালমান শাহ ছিল আমার জীবনের ভালোবাসা। ও আমাকে ভালোবাসত, আমিও ওকে ভালোবাসতাম। আমি বুঝি, সবাই ওর প্রতি আবেগী — কিন্তু প্রমাণ ছাড়া আমাকে দোষারোপ করবেন না।”
ঘটনার পুনরাবৃত্তি ও নতুন মামলার দায়েরের পর পুরোনো প্রশ্নগুলো আবারও সামনে এসেছে— সালমান শাহ কি সত্যিই আত্মহত্যা করেছিলেন, নাকি তিনি ছিলেন একটি বড় ষড়যন্ত্রের শিকার?
বিডি/এএন

































