দীর্ঘ সময় পর ‘রঙ্গনা’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরতে যাচ্ছেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। এ খবর প্রকাশের পর থেকেই তার অনুরাগীরা আনন্দে মেতেছিলেন।
কিন্তু চলচ্চিত্রটি মুক্তির আগেই সিনেমার বেশ কিছু দৃশ্য ইউটিউব ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় প্রযোজনা সংস্থার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শাবনূর তার হতাশা ও ক্ষোভের কথা তুলে ধরেন।
পোস্টে তিনি বলেন, বর্তমান সময়ের চলচ্চিত্র অঙ্গনে পেশাদারিত্বের অভাব মারাত্মকভাবে বেড়ে গেছে। মানসম্মত কাজ করা কঠিন হয়ে পড়েছে এবং শিল্পীরা তাদের প্রাপ্য সম্মান পাচ্ছেন না।
শাবনূর লিখেছেন, তিনি একজন বড় পর্দার শিল্পী—তার কাজ বিনা অনুমতিতে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় প্রকাশের জন্য নয়। যদি আগে জানতেন ‘রঙ্গনা’ থিয়েটারের বদলে অনলাইন কনটেন্ট হিসেবে প্রকাশ পাবে, কখনোই তিনি এই প্রকল্পে যুক্ত হতেন না।
‘রঙ্গনা’র মহরত অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। ছবির ঘোষণা তখন ভক্তদের মধ্যে দারুণ উত্তেজনা তৈরি করেছিল। মহরতের পর কিছু কাজও শুরু হয়েছিল। শাবনূরের দাবি, প্রযোজকের সঙ্গে তার কথা ছিল তিনি দেশ ফিরে ডিসেম্বরে বাকি শুটিং শেষ করবেন।
কিন্তু সেই প্রতিশ্রুতির আগেই অনুমতি ছাড়া ফুটেজ প্রকাশ হয়ে যাওয়ায় তিনি বিস্মিত ও ক্ষুব্ধ। তিনি লিখেছেন, তিনি কখনো বলেননি যে ‘রঙ্গনা’র কাজ ছেড়ে দিচ্ছেন। তাহলে কেন অসম্পূর্ণ দৃশ্যগুলো তার অনুমতি ছাড়া প্রকাশ করা হলো? এখন আবার পুরোনো সব ফুটেজ বাদ দিয়ে নতুন করে শুটিংয়ের কথা বলা হচ্ছে, যা তার কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
পোস্টে আরও উল্লেখ করেন, শুরু থেকেই প্রযোজনা সংস্থার অপেশাদার আচরণ তাকে বিব্রত করেছে। কাজ শুরুর আগেই নিম্নমানের একটি পোস্টার প্রকাশ করা হয়, যা ব্যাপক সমালোচনা তৈরি করে। পাশাপাশি শুটিং ইউনিটে বিশৃঙ্খলা, বিদেশে শুটিং ও এডিটিংয়ের প্রতিশ্রুতি ভঙ্গ—এসব অভিযোগও তুলেছেন তিনি।
তার মতে, এই ঘটনার ফলে শুধু তার ব্যক্তিগত সুনাম ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়নি, বরং পুরো চলচ্চিত্র শিল্পের জন্য এটি এক হতাশাজনক পরিস্থিতির তৈরি করেছে।


































